promotional_ad

সাকিবের কাছে নেতৃত্বটা উপভোগের নয়, দায়িত্ব

promotional_ad

মুশফিকুর রহিমকে সরিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়কের দায়িত্ব পুনরায় দেয়া হয়েছে সাকিব আল হাসানের কাঁধে। একসময় তিন ফরম্যাটের ক্রিকেটেই টাইগারদের অধিনায়ক ছিলেন সাকিব।


২০১১ সালে আগস্টের জিম্বাবুয়ে সিরিজ শেষে সাকিবের কাছ থেকে তিন ফরম্যাটের ক্রিকেটেরই অধিনায়কত্ব কেড়ে নেয়া হয়। দায়িত্ব দেয়া হয় মুশফিকুর রহীমের কাঁছে। ওয়ানডে ও টি২০তে মাশরাফির কাছে অধিনায়কত্ব হারিয়েছিলেন মুশফিক।


মাশরাফি, চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কা সফরে টি২০ সিরিজে এই সীমিত ওভারের ক্রিকেটে ইস্তফা দিলে আবারও এই ফরম্যাটের নেতৃত্ব ফিরে পান সাকিব। এবার, সেই সাকিবের কাছেই টেস্ট অধিনায়কত্ব হারিয়েছেন মুশফিক।



promotional_ad

এবার সাদা পোশাকের দায়িত্ব ফিরে পেয়ে বেশ আনন্দিত সাকিব।  অধিনায়কত্বের চ্যালেঞ্জ নিয়ে চিন্তিত নন টাইগারদের নতুন টেস্ট দলপতি। আপাতত বিপিএলের চ্যালেঞ্জ নিয়ে চিন্তায় মগ্ন থাকতে চান তিনি।


সোমবার (১১ ডিসেম্বর) সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব জানিয়েছেন, "এখন আপাতত বিপিএল চ্যালেঞ্জ নিয়ে আছি। বিপিএল শেষ হোক, জাতীয় দলের ক্যাম্প শুরু হলে দেখা যাবে কি কি চ্যালেঞ্জ আছে। যখন পরিকল্পনা করা হবে, তখন বোঝা যাবে।"


আগামী বছর টাইগারদের বেশিরভাগ সিরিজই দেশের বাইরে। টাইগারদের নতুন টেস্ট দলপতি মনে করেন, যেই দল আছে। তা নিয়ে, শুধু দেশের মাটিতে নয় দেশের বাইরেও ভালো কিছু করে দেখানো সম্ভব। এটাকে বেশ বড় সুযোগ হিসেবেও দেখছেন তিনি।



সাকিব বলেন, "প্রতিটি টুর্নামেন্ট বা সিরিজই কঠিন। সেটা দেশে হোক বা বাইরে। হয়ত দেশে একটু স্বস্তি বোধ করি আমরা। বিদেশে যেহেতু সাফল্য নেই, সেহেতু আমাদের জন্য কঠিন হয়ে যায়। একই সঙ্গে এটাও সুযোগ ভালো কিছু করার। কোনো না কোনো কিছু তো কেউ না কেউ শুরু করবে। যদি শুরু হয়, তাহলে খারাপ কী! যদিও কাজটা কঠিন। কিন্তু আমাদের যে দল আছে, আমরা যেভাবে খেলছি, অনেক কিছু করা সম্ভব।"


জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব করাটা উপভোগের চেয়ে, বেশি দায়িত্ব মনে করেন টাইগার অধিনায়ক সাকিব। নিজের সেরাটা দিয়েই সেই দায়িত্ব পালন করতে চান তিনি, "উপভোগের চেয়ে বেশি আমার কাছে মনে হয় এটা দায়িত্ব। দায়িত্বটি অবশ্যই চেষ্টা থাকবে সেরা ভাবে যেন পালন করতে পারি।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball