অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে কনস্টাসসহ তিন নতুন মুখ

ছবি: অস্ট্রেলিয়ার জার্সিতে স্যাম কনস্টাস, ক্রিকেট অস্ট্রেলিয়া

এবার পারফরম্যান্সের সুবাদে ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতেও জায়গা করে নিয়েছেন তিনি। মঙ্গলবার কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২৩ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
হেড নয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওপেনিংয়ে কনস্টাস
৪ ফেব্রুয়ারি ২৫
সেখানে কনস্টাসসহ জায়গা পেয়েছেন তিন নতুন ক্রিকেটার। বাকি দুই ক্রিকেটার হলেন ম্যাথু কুনেমান ও বাউ ওয়েবস্টার। এদিকে চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল মার্শরা।
আগের মতোই কেন্দ্রীয় চুক্তিতে নিজেদের জায়গা ধরে রেখেছেন অ্যালেক্স ক্যারি, ট্রাভিস হেড, মার্নাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ম্যাথু শর্ট, অ্যাডাম জাম্পা, নাথান এলিস, গ্লেন ম্যাক্সওয়েলরা। জায়গা ধরে রেখেছেন উসমান খাওয়াজা, নাথান লায়ন, ক্যামেরন গ্রিনরাও।

ভারতের বিপক্ষে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছিলেন বাউ ওয়েবস্টার। সিডনিতে দারুণ অভিষেকের পর ব্যাটে বলে পারফর্ম করে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন তিনি।
এক বছর এগিয়ে এলো বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর
৩১ মার্চ ২৫
ম্যাথু কুনেমান আলোচনায় আসেন সর্বশেষ শ্রীলঙ্কা সফরে। দুই ম্যাচের সিরিজে ১৬ উইকেট নিয়ে আলোড়ন ফেলে দেন তিনি। জিতেছিলেন সিরিজ সেরার পুরষ্কারও। এবার তিনিও জায়গা পেলেন অজিদের চুক্তিতে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ২০২৫-২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি-
প্যাট কামিন্স, স্টিভেন স্মিথ, নাথান লায়ন, অ্যালেক্স ক্যারি, স্যাম কনস্টাস, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, নাথান এলিস, জাই রিচার্ডসন, স্কট বোল্যান্ড, ল্যান্স মরিস, ম্যাথু কুনেমান, অ্যাডাম জাম্পা, ট্রাভিস হেড, ম্যাট শর্ট, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্নাস লাবুশেন, উসমান খাওয়াজা, মিচেল মার্শ, বাউ ওয়েবস্টার, ক্যামেরন গ্রিন, জাভিয়ের বার্টলেট।