promotional_ad

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে কনস্টাসসহ তিন নতুন মুখ

অস্ট্রেলিয়ার জার্সিতে স্যাম কনস্টাস, ক্রিকেট অস্ট্রেলিয়া
সর্বশেষ বোর্ডার-গাভাস্কার সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল স্যাম কনস্টাসের। মেলবোর্নে জসপ্রিত বুমহারর ওপর চড়াও হয়ে আলোচনায় এসেছিলেন এই অজি ব্যাটার। আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে সেই সিরিজ থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে কনস্টাস।

promotional_ad

এবার পারফরম্যান্সের সুবাদে ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতেও জায়গা করে নিয়েছেন তিনি। মঙ্গলবার কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২৩ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।


আরো পড়ুন

হেড নয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওপেনিংয়ে কনস্টাস

৪ ফেব্রুয়ারি ২৫
শ্রীলঙ্কা সফরে স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ মিলছে না স্যাম কনস্টাস

সেখানে কনস্টাসসহ জায়গা পেয়েছেন তিন নতুন ক্রিকেটার। বাকি দুই ক্রিকেটার হলেন ম্যাথু কুনেমান ও বাউ ওয়েবস্টার। এদিকে চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল মার্শরা।


আগের মতোই কেন্দ্রীয় চুক্তিতে নিজেদের জায়গা ধরে রেখেছেন অ্যালেক্স ক্যারি, ট্রাভিস হেড, মার্নাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ম্যাথু শর্ট, অ্যাডাম জাম্পা, নাথান এলিস, গ্লেন ম্যাক্সওয়েলরা। জায়গা ধরে রেখেছেন উসমান খাওয়াজা, নাথান লায়ন, ক্যামেরন গ্রিনরাও।



promotional_ad

ভারতের বিপক্ষে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছিলেন বাউ ওয়েবস্টার। সিডনিতে দারুণ অভিষেকের পর ব্যাটে বলে পারফর্ম করে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন তিনি।


আরো পড়ুন

এক বছর এগিয়ে এলো বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর

৩১ মার্চ ২৫
১৮ বছর পর অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ

ম্যাথু কুনেমান আলোচনায় আসেন সর্বশেষ শ্রীলঙ্কা সফরে। দুই ম্যাচের সিরিজে  ১৬ উইকেট নিয়ে আলোড়ন ফেলে দেন তিনি। জিতেছিলেন সিরিজ সেরার পুরষ্কারও। এবার তিনিও জায়গা পেলেন অজিদের চুক্তিতে।


ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ২০২৫-২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি-



প্যাট কামিন্স, স্টিভেন স্মিথ, নাথান লায়ন, অ্যালেক্স ক্যারি, স্যাম কনস্টাস, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, নাথান এলিস, জাই রিচার্ডসন, স্কট বোল্যান্ড, ল্যান্স মরিস, ম্যাথু কুনেমান, অ্যাডাম জাম্পা, ট্রাভিস হেড, ম্যাট শর্ট, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্নাস লাবুশেন, উসমান খাওয়াজা, মিচেল মার্শ, বাউ ওয়েবস্টার, ক্যামেরন গ্রিন, জাভিয়ের বার্টলেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball