৬ বছর পর কলকাতায় টেস্ট খেলবে ভারত, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

ছবি: টেস্ট জার্সিতে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত

সেখানেই নিশ্চিত করা হয়েছে আগামী অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচি। সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।
ক্রিকেটারদের অভিযোগে ধারাভাষ্য প্যানেল থেকে বাদ ইরফান
২২ মার্চ ২৫
এর আগে ২০১৯ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার গোলাপি বলের টেস্ট ম্যাচ আয়োজন করা হয়েছিল কলকাতায়। এরপর সাদা পোশাকে আর এই মাঠে দেখা যায়নি ভারতীয় দলকে। এবার সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে।

২ অক্টোবর থেকে মোহালিতে শুরু হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। আর ১০ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ২০২৫-২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরুতেই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। এরপর দেশে ফিরে তারা ক্যারিবীয়দের আতিথেয়তা দেবে।
বরুণ-নোমানকে পেছনে ফেলে মাসসেরা ওয়ারিক্যান
১১ ফেব্রুয়ারি ২৫
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরই ভারতের মাটিতে সিরিজ খেলতে যাবে সাউথ আফ্রিকা। টেস্ট ছাড়াও ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ থাকছে এই সিরিজে। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে নভেম্বরে। এই দুই দলের প্রথম টেস্ট হবে দিল্লির ফিরোজ শাহ কোটলায়। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে গুয়াহাটিতে। এবারই প্রথমবারের মতো গুয়াহাটিতে টেস্ট খেলতে দেঝা যাবে ভারতীয় দলকে।
প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ হবে যথাক্রমে রাঁচি, রায়পুর ও বিশাখাপত্তনমে। ৩০ নভেম্বর, ৩ ডিসেম্বর ও ৬ ডিসেম্বর হওয়ার কথা তিনটি ম্যাচ। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু কোটাক, নাগপুর, ধর্মশালা, লক্ষ্ণৌ ও আহমেদাবাদে।