promotional_ad

৬ বছর পর কলকাতায় টেস্ট খেলবে ভারত, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

টেস্ট জার্সিতে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত
শনিবার কলকাতার শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। এদিনই অনুষ্ঠিত হয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক। সেখানে নেয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

promotional_ad

সেখানেই নিশ্চিত করা হয়েছে আগামী অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচি। সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।


আরো পড়ুন

ক্রিকেটারদের অভিযোগে ধারাভাষ্য প্যানেল থেকে বাদ ইরফান

২২ মার্চ ২৫
ধারাভাষ্য থেকে বাদ পড়লেন ইরফান পাঠান, ফাইল ছবি

এর আগে ২০১৯ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার গোলাপি বলের টেস্ট ম্যাচ আয়োজন করা হয়েছিল কলকাতায়। এরপর সাদা পোশাকে আর এই মাঠে দেখা যায়নি ভারতীয় দলকে। এবার সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে।



promotional_ad

২ অক্টোবর থেকে মোহালিতে শুরু হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। আর ১০ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ২০২৫-২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরুতেই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। এরপর দেশে ফিরে তারা ক্যারিবীয়দের আতিথেয়তা দেবে।


আরো পড়ুন

বরুণ-নোমানকে পেছনে ফেলে মাসসেরা ওয়ারিক্যান

১১ ফেব্রুয়ারি ২৫
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে জোমেল ওয়ারিক্যান, পিসিবি

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরই ভারতের মাটিতে সিরিজ খেলতে যাবে সাউথ আফ্রিকা। টেস্ট ছাড়াও ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ থাকছে এই সিরিজে। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে নভেম্বরে। এই দুই দলের প্রথম টেস্ট হবে দিল্লির ফিরোজ শাহ কোটলায়। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে গুয়াহাটিতে। এবারই প্রথমবারের মতো গুয়াহাটিতে টেস্ট খেলতে দেঝা যাবে ভারতীয় দলকে।



প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ হবে যথাক্রমে রাঁচি, রায়পুর ও বিশাখাপত্তনমে। ৩০ নভেম্বর, ৩ ডিসেম্বর ও ৬ ডিসেম্বর হওয়ার কথা তিনটি ম্যাচ। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু কোটাক, নাগপুর, ধর্মশালা, লক্ষ্ণৌ ও আহমেদাবাদে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball