বিশ্বকাপ বিক্রির অভিযোগের তদন্তে সাঙ্গাকারা-জয়াবর্ধনেকে তলব

ছবি: Pic: Bcb

|| ডেস্ক রিপোর্ট ||
২০১১ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পাতানোর অভিযোগের তদন্তে নেমেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসিএলসি)। তদন্তের প্রথম দিন ১৯৯৬ বিশ্বকাপ জয়ী অধিনায়ক অরবিন্দ ডি সিলভাকে ৬ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
তাঁর জবানবন্দির উপর ভিত্তি করে লঙ্কান ওপেনার উপুল থারাঙ্গাকে জিজ্ঞাসাবাদ করেছে স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট (এসআইইউ)। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটারকে আজ (১ জুলাই) ২ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে এসআইইউ।

এবার তারা জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে সাবেক দুই অধিনায়ক কুমারা সাঙ্গাকারা এবং মাহেলা জয়াবর্ধনেকে। ২০১১ বিশ্বকাপ ফাইনালে সাঙ্গাকারা অধিনায়ক এবং জয়াবর্ধনে সহ অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন।
ফাইনালে ৪ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল শ্রীলঙ্কা। মূলত এ কারণেই সন্দেহের তীর উঠে ম্যাচটিকে ঘিরে। ম্যাচটিতে খেলানো হয়নি মুত্তিয়া মুরালিধরনকে। সেই সঙ্গে টিম কম্বিনেশনের কারণে বসিয়ে রাখা হয়েছিল অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসকে।
এর আগে লঙ্কান সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা অতুলগামাগে মন্তব্য করেন, ‘২০১১ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ভারতের কাছে বিক্রি করে দিয়েছে শ্রীলঙ্কা।’
এমন মন্তব্যে মাসের শুরুতে কেঁপে ওঠে ক্রীড়াঙ্গন। তবে শুরু থেকেই এই অভিযোগের বিরুদ্ধে অবস্থান নেন সেই সময়ের দুই সিনিয়র ক্রিকেটার সাঙ্গাকারা এবং জয়াবর্ধনে।