promotional_ad

বোলাররাই ম্যাচ জেতাতে পারেঃ ল্যাঙ্গেভেল্ট

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কদিন আগেই ইংল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজটি দল হিসেবে ভালো যায়নি প্রোটিয়াদের। চার ম্যাচ টেস্ট সিরিজে তারা ৩-১ ব্যবধানে হেরেছিল।


এরপর তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ১-১ এবং তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। হতাশাজনক পারফরম্যান্সের পরও প্রোটিয়া বোলাদের পাশে দাঁড়াচ্ছেন দলটির বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট।



promotional_ad

তার বিশ্বাস বোলাররাই ম্যাচ জেতাতে পারেন। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের খেলা হলেও প্রোটিয়া বোলাররা যেভাবে পারফরম্যান্স করেছেন তাতে সন্তুষ্ট এই প্রোটিয়া বোলিং কোচ। 
দলের বোলারদের প্রশংসা করে ল্যাঙ্গেভেল্ট বলেছেন, 'আমি মনে করি বোলাররাই ম্যাচ জেতাতে পারে। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের খেলা। কিন্তু আমরা খুব অল্প ব্যবধান দেখেছি। এখানেই বোলাররা ম্যাচ জিতেছে। পিচ-কন্ডিশন বদলাবে না কিন্তু চাপের মধ্যে বোলারদের স্কিল খেলা জিততে সাহায্য করবে।'


অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে দলের বোলারদের ভিন্ন ভিন্ন কন্ডিশন এবং পিচের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য প্রস্তুত করছেন ল্যাঙ্গেভেল্ট। মূলত ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তারা যেন জ্বলে উঠতে পারেন সেই লক্ষ্যেই কাজ করছেন তিনি।


ল্যাঙ্গেভেল্টের ভাষ্যমতে, 'কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে কারণ এটাই বলে দেবে আপনার স্লোয়ার বল কাজে লাগছে। আমি তাদের মানসিক ভাবে তৈরি করছি ভিন্ন ভিন্ন পিচের জন্য এবং বিভিন্ন ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তাদের প্রস্তুত করছি।'
 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball