promotional_ad

তামিমের ব্যাটিংকেই প্রাপ্তি মনে করেন মাহমুদউল্লাহ

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শুরু থেকেই ধীরস্থির ব্যাটিং করে সমালোচনায় পড়েছেন তামিম ইকবাল। সিরিজ শেষে তামিমের এই ব্যাটিংকেই প্রাপ্তি বলছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।


তিনি মনে করেন তামিম তাঁর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো পারফরম্যান্স করেছেন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের উইকেটের আচরণ বুঝে খেলেছেন তামিম। এমনটাই বিশ্বাস মাহমুদউল্লাহর। 



promotional_ad

তিনি বলেছেন, ‘প্রাপ্তির জায়গাটা আমার কাছে মনে হয় একটু কম। আমি যদি শুধু প্রাপ্তির কথা বলতে যাই তাহলে আমি তামিমের ব্যাটিংয়ের কথা ই বলবো। কারণ, উইকেটের যেমন আচরণ ছিল সেই আচরণ বুঝেই ও ব্যাটিং করেছে এবং সে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো করেছে।'


ব্যাটিং সামর্থ্যের চিন্তা করে আরও ভালো করার সুযোগ ছিল বলে মনে করেন মাহমুদউল্লাহ। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমার মনে হয় সব মিলিয়ে ব্যাটিং ইউনিট হিসাবে আমরা সেভাবে ভালো করতে পারিনি। উইকেট ওরকম ব্যাটিং সহায়ক ছিল না। তারপরও আমার মনে হয় যে আমাদের সেই সামর্থ্য আছে যে আমরা আরেকটু ভালো করতে পারতাম।’


বোলারদের প্রশংসা করে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমার মনে হয় বোলিং ইউনিটের কথা বলতে গেলে বোলাররা মোটামুটি ভালো কাজ করেছে। প্রথম ম্যাচে আমাদের বোলাররা ভালো বোলিং করেছিল। দ্বিতীয় ম্যাচে আমরা হয়তো টোটাল টা ওরকম বড় কিছু করতে পারিনি, ওটা একটা কারণ হতে পারে। আমার কাছে মনে হয় ওভারঅল আমাদের ব্যাটিংটা আরো ভালো হতে হবে টি-টোয়েন্টিতে।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball