promotional_ad

পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ সালমারা

ছবিঃ পিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ২৮ রানের ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ১৪ এবং দ্বিতীয় ম্যাচে ১৫ রানে হেরেছিল বাংলাদেশ।


শেষ ম্যাচে বাংলাদেশকে ১১৮ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮৯ রান সংগ্রহ করে সালমা খাতুনের দল। লক্ষ্যটা বড় না হলেও শুরুতে বেশ কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।


টপ অর্ডারে ব্যর্থ হয়েছেন শামিমা সুলতানা (১), শারমিন আকতার (১) এবং সানজিদা ইসলাম (০)। মিডল অর্ডারে একাই লড়াই করেছেন নিগার সুলতানা। তিনি ৩০ রান করে রান আউট হয়েছেন।



promotional_ad

এরপর দুই অঙ্কে পৌঁছুতে পেরেছেন কেবল ফারজানা হক (২৭) এবং পান্না ঘোষ। পান্না ১০ রান করে এবং সানজিদা আকতার ২ রান করে অপরাজিত থাকলেও দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিতে ব্যর্থ হয়েছেন।


এর আগে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ওপেনার জাভেরিয়া খানের ৪৮ বলে ৫৪ এবং ওমাইমা সোহেলের অপরাজিত ২৯ বলে ৩১ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান করে পাকিস্তান।


জাহানারা আলম মাত্র ১২ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানকে নাগালের মধ্যে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ২টি উইকেট নিয়েছেন রুমানা আহমেদ। ১টি উইকেট পেয়েছেন পান্না ঘোষ।


সংক্ষিপ্ত স্কোরঃ 



পাকিস্তানঃ ২০ ওভারে ১১৭/৭ (জাভেরিয়া ৫৪, ওমাইমা ৫১;জাহানারা ৩/১২, রুমানা ২/১৯)


বাংলাদেশঃ ২০ ওভারে ৮৯/৮ (নিগার ৩০, ফারজানা ২৭, পান্না ১০*; আনাম ২/১০, সাবা ২/২২)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball