প্রোটিয়াদের ভারত মিশন শুরু আজ

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ (১৫ সেপ্টেম্বর) মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। ধর্মশালার হিমাচলপ্রদেশ ক্রিকেট মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে দুই দলই তারুণ্যের ওপর জোর দিয়েছে। ভারতের স্কোয়াডে ডাক পেয়েছেন লেগ স্পিনার রাহুল চাহার এবং অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর।

এই দুজনে জায়গা দিয়ে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে দুই অভিজ্ঞ রিস্ট স্পিনার কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহালকে। এছাড়া পেসারদের মধ্যে রয়েছেন খলিল আহমেদ এবং নবদীপ সাইনি।
দক্ষিণ আফ্রিকা এই সিরিজের জন্য অধিনায়ক নির্বাচিত করেছে উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কককে। তাঁর অধীনে প্রোটিয়ারা খেলতে মুখিয়ে আছে বলে জানিয়েছেন দলটির অভিজ্ঞ ব্যাটসম্যান ডেভিড মিলার।
তিনি বলেছেন, 'কুইন্টন অভিজ্ঞ ক্রিকেটার। ওর ক্রিকেটীয় মস্তিষ্ক খুবই প্রখর। নতুন অধিনায়ক, নতুন মুখ। আমরা মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।'
স্বাগতিক দল হিসেবে পরিকল্পনাতেই বেশি জোর দিচ্ছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। বিদেশের মাটিতে সিরিজের জন্য যেভাবে পরিকল্পনা সাজান, এবার দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়েও সেভাবেই পরিকল্পনা সাজিয়েছেন কোহলি।
ভারতীয় অধিনায়কের ভাষ্য, 'হোম টিম হিসেবে আমাদের গেম প্ল্যান নিশ্চিত করে মাঠে নামতে হবে। বিদেশে সিরিজের জন্য যেভাবে আমরা প্রস্তুতি নিয়ে থাকি, সেভাবেই আমাদের মনোযোগী থাকতে হবে। আন্তর্জাতিক ক্রিকেট এখন অনেকাংশেই মানসিক শক্তির পরিচয় নেয়।'