সরফরাজই থাকছেন পাকিস্তানের অধিনায়ক

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর চাকরি গেছে পাকিস্তানের কোচ মিকি আর্থারের। অধিনায়ক সরফরাজ আহমেদকেও সরিয়ে দেয়ার দাবি উঠেছিল। তবে অধিনায়ক হিসেবে সফরাজকেই রাখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক করা হয়েছে সরফরাজকে। দুই ফরম্যাটেই সরফরাজের সহকারী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে মারকুটে ব্যাটসম্যান বাবর আজমকে।

সরফরাজের অধিনায়কত্বে গড়পড়তা পারফরম্যান্স পাকিস্তানের। অধিনায়কত্বে বহাল থাকার পর পাকিস্তান দলপতি জানিয়েছেন আসন্ন মৌসুমে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী তাঁর দল।
এ প্রসঙ্গে সরফরাজের ভাষ্য, ‘ওয়ানডেতে আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। এটা আমাদের জন্য হতাশার এবং আমাদের ভক্তদের জন্যও। আসন্ন মৌসুমে আমরা ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী। আমি নিজের পারফরম্যান্স এবং অধিনায়কত্বের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।’
পাকিস্তান সফরে তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে শ্রীলংকার। আগামী ২৭ ও ২৯ সেপ্টেম্বর এবং ৩ অক্টোবর তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে করাচিতে। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ ৫, ৭ ও ৯ অক্টোবর লাহোরে অনুষ্ঠিত হবে।