ব্রেন টিউমারে বিদায় নিলেন স্কটল্যান্ডের ক্রিকেটার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে ভোগা স্কটল্যান্ড অলরাউন্ডার কন ডি ল্যাঙ্গে মারা গিয়েছেন। গত শুক্রবার ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার ধরণীর মায়া ত্যাগ করেছেন।
দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই ক্রিকেটার স্কটল্যান্ডের জার্সি গায়ে খেলেছেন ২১ টি আন্তর্জাতিক ম্যাচ। একটি টুইটের মাধ্যমে তাঁর এই দুঃসংবাদ জানিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড।

'ক্রিকেট স্কটল্যান্ড একটি শোক সংবাদ প্রকাশ করছে। কন ডি ল্যাঙ্গে গত শুক্রবার মারা গিয়েছেন। স্কটল্যান্ড ক্রিকেটের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। এমন কঠিন সময়ে তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছে ক্রিকেট স্কটল্যান্ড।'
২০১৫ সালের জুনে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি অভিষেক হয়েছিল ডি ল্যাঙ্গের। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো জয় পাওয়া ম্যাচে ডি ল্যাঙ্গের বোলিং ফিগার ছিল ৬০ রান খরচায় পাঁচ উইকেট।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরেই জানা গিয়েছিল ডি ল্যাঙ্গের ব্রেন টিউমারের কথা। সে সময় তাঁর পরিবার মিডিয়ার সামনে এমনটা জানিয়েছিল।
এরপরে ডি ল্যাঙ্গের চিকিৎসার জন্য তহবিল খুলেছিল ব্রেন টিউমার চ্যারেটি নামের একটি প্রতিষ্ঠান। ডি ল্যাঙ্গের পরিবারে আছেন স্ত্রী এবং দুই সন্তান।