বিশ্বকাপ বাছাইপর্বের জন্য বাংলাদেশের দল ঘোষণা

ছবি:

কয়েকদিন আগেই এশিয়া কাপ জয় করে আসলো বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এবার টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলবে তারা। এই উপলক্ষে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এছাড়া দলে স্ট্যান্ড বাই রাখা হয়েছে চার জনকে। বাছাইপর্বের গ্রুপে বাংলাদেশের বাকী তিন সঙ্গী স্বাগতিক নেদারল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং আরব আমিরাত। জুলাইয়ের ৭-১৪ তারিখে অনুষ্ঠিত হবে এই আসর।
এদিকে এই আসরের আগে আয়ারল্যান্ডে তিনটি টি- টুয়েন্টি খেলবে প্রমিলারা। সেই তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে জুনের ২৮, ২৯ এবং জুলাইয়ের এক তারিখ। সেই সিরিজের জন্যেও একই দল রেখেছে বিসিবি।

বাংলাদেশ স্কোয়াডঃ-
১। সালমা খাতুন (অধিনায়ক)
২। রুমানা আহমেদ
৩। নিগার সুলতানা
৪। ফারজানা হক
৫। খাদিজা তুল কোবরা
৬। ফাহিমা খাতুন
৭। আয়াশা রহমান
৮। শামিমা সুলতানা
৯। নাহিদা আক্তার
১০। পান্না ঘোষ
১১। রানি বিশ্বাস
১২। সানজিদা ইসলাম
১৩। শারমিন সুলতানা
১৪। জাহানারা আলম
স্ট্যান্ড বাইঃ- জান্নাতুল ফেরদৌস, লতা মণ্ডল, মুরশিদা খাতুন, সায়রা আযমিন