promotional_ad

বল টেম্পারিংয়ে অভিযুক্ত হলেন চান্দিমাল

promotional_ad

সেন্ট লুসিয়া টেস্টের তৃতীয় দিনের শুরুতে আম্পায়ারদের বল পরিবর্তন করার সিদ্ধান্তের প্রতিবাদ করেছে দিনেশ চান্দিমালের শ্রীলঙ্কা। প্রতিবাদ স্বরূপ নির্ধারিত সময় থেকে প্রায় দুই ঘণ্টা পর মাঠে নেমেছে শ্রীলঙ্কানরা।


স্থানীয় সময় সাড়ে এগারোটায় খেলা শুরু হলে ওয়েস্ট ইন্ডিজের স্কোর কার্ডে পেনাল্টি রান হিসেবে পাঁচ রান যোগ হয়। এর আগের দিন বৃষ্টির কারনে খেলার সময় কিছুটা নষ্ট হওয়ায় তৃতীয় দিন নির্ধারিত সময়ের একটু আগে খেলা শুরু হওয়ার কথা ছিল।


সকাল সাড়ে নয়টার দিকে আম্পায়াররা মাঠে নামলেও লঙ্কান প্লেয়াররা ড্রেসিং রুম থেকে বের হচ্ছিলো না। অধিনায়ক দিনেশ চান্দিমাল, কোচ চণ্ডিকা হাথুরুসিংহে ও ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথকে এই সময় এক সাথে দেখা যায়।



promotional_ad

১০.৫০ এর দিকে লঙ্কানরা মাঠে আসলে ওয়েস্ট ইন্ডিজের স্কোরে অতিরিক্ত পাঁচ রান পেনাল্টি হিসেবে যোগ হয়। দুই আম্পায়ার ইয়ান গোল্ড ও আলিম দার এই সময় বল পরিবর্তনের নিয়ম অনুযায়ী দুই ব্যাটসম্যান ডেভন স্মিথ ও শাই হোপ বল পছন্দ করার দায়িত্ব দেন।


দিনের প্রথম বল করার আগেই লঙ্কানরা মাঠ ছেড়ে বেরিয়ে আসে। তখন গুঞ্জন শোনা যাচ্ছিলো দুই আম্পায়ার বল টেম্পারিংয়ের কারনেই বল পরিবর্তন করতে চেয়েছে। আর বল টেম্পারিংয়ের কোন ভিডিও প্রমান না দেখিয়ে বল পরিবর্তন করায় লঙ্কানরা প্রতিবাদ করেছে। 


কিন্তু রবিবার জানা গেল বল টেম্পারিং করেছে লঙ্কান দল, যার কারণেই বল পরিবর্তন করে আম্পায়াররা। শুধু তাই নয়, আইসিসি এবার অভিযুক্ত করেছে লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমালকে।



আইসিসির মতে, চান্দিমাল নীতিমালার ২.২.৯ ধারা অনুযায়ী বল টেম্পারিংয়ের সাথে যুক্ত। এজন্য শাস্তি পেতে পারেন চান্দিমাল। তবে শাস্তির ব্যাপারে আইসিসির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোন ঘোষণা আসেনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball