লজ্জার রেকর্ডে শুধু আফগানিস্তান নয়, আছে ভারতও

ছবি:

ব্যাঙ্গালুরুতে নিজেদের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে মাত্র দুইদিনেই হেরেছে আফগানিস্তান ক্রিকেট দল। প্রথম ইনিংসে তাদের ইনিংস গুটিয়ে যায় ১০৯ রানে। ফলে ফলোঅনে পড়ে আবারও ব্যাটিংয়ে নামে আফগানরা।
দ্বিতীয় ইনিংসে তাদের ইনিংসটি শেষ হয়েছে ১০৩ রানে। ফলে লজ্জার এক রেকর্ড গড়েছে রশিদ-আজগররা। টেস্টের একই দিনে দুইবার অলআউট হওয়ার বিরল রেকর্ড গড়েছে তারা।

এই তালিকায় অবশ্য একেবারে শুরুতেই আছে ভারতের নাম। ১৯৫২ সালে ইংল্যান্ডের বিপক্ষে এমন লজ্জার রেকর্ড গড়েছিল ভারত। প্রথম ইনিংসে তারা করেছিলো মাত্র ৫৮ রান।
আর দ্বিতীয় ইনিংসে তারা অলআউট হয় ৮২ রানে। তালিকার চতুর্থ এবং শেষ স্থানে আছে আফগানিস্তান। মাঝের দুটি রেকর্ড জিম্বাবুয়ে দলের। দুটোই জিম্বাবুয়ে গড়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে।
২০০৫ সালে কিউইদের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৯ করার পরে দ্বিতীয় ইনিংসে ৯৯ রান করে জিম্বাবুয়ে। ২০১২ সালেও একইদিনে দুবার অলআউট হয় তারা। সেবার তাদের দলীয় রান ছিল যথাক্রমে ১১২ ও ১৩১।