কার্ডিফে সিরিজে ফিরতে পারবে অস্ট্রেলিয়া?

ছবি:

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শনিবার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। কার্ডিফে শনিবার দিন বাংলাদেশ সময় বিকেল চারটায় মুখোমুখি হচ্ছে এই দুই দল।
এদিকে ম্যাচের আগে দারুণ ফুরফুরে মেজাজে আছে স্বাগতিক ইংল্যান্ড। সিরিজের প্রথম ওয়ানডেতে তিন উইকেটের জয় পেয়েছিলো তারা, সিরিজেও এগিয়ে গিয়েছে ১-০ ব্যবধানে।
অপরদিকে অস্ট্রেলিয়ার দুশ্চিন্তার যেন শেষ নেই। স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার নিষিদ্ধ হওয়ার পরে এই প্রথমবার ওয়ানডে সিরিজ খেলতে এসেছে তারা। সিরিজের প্রথম ম্যাচটিও হেরেছে।
অধিনায়ক টিম পেইন অবশ্য বল টেম্পারিং কেলেঙ্কারি পেছনে ফেলে নতুনভাবে সাজাতে চান অস্ট্রেলিয়া দলকে। গত ম্যাচে যেমন শুরুর আগেই করমর্দন করেছে দুই দল।

তবে মাঠের পারফর্মেন্স আশা জাগানিয়া নয় অস্ট্রেলিয়ার। দলের বোলাররা ভালো খেললেও প্রথম ওয়ানডেতে ব্যর্থ হয়েছে টপঅর্ডার ব্যাটসম্যানরা। নব্বই রান তুলতেই পাঁচ উইকেট হারিয়েছিল তারা।
শেষমেশ স্কোরবোর্ডে তুলেছিল ২১৪ রান। এদিকে এই ম্যাচে একাদশ পরিবর্তনের কোন আভাস পাওয়া যায়নি। দুই দলই তাদের প্রথম ওয়ানডে একাদশ নিয়ে মাঠে নামতে পারে।
সম্ভাব্য একাদশঃ-
ইংল্যান্ডঃ- জেসন রয়, জনি বেয়ারস্টো, অ্যালেক্স হেলস, জো রুট, ইয়োইন মরগান (অধিনায়ক), জশ বাটলার (উইকেটরক্ষক), মঈন আলী, ডেভিড উইলি, লিয়াম প্লাঙ্কেট, আদিল রাশিদ, মার্ক উড।
অস্ট্রেলিয়াঃ- অ্যারন ফিঞ্চ, ট্রাভিস হেড, শন মার্শ, মারকাস স্টয়নিস, টিম পেইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাস্টোন অ্যাগার, মাইকেল নেসের, আন্ড্র্য টাই, কেন রিচার্ডসন, বিলি স্ট্যানলেক।