রাত পোহালেই আফগান ক্রিকেটের নতুন সূর্যোদয়

ছবি:

রাত পোহালেই উদয় হতে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেটের এক নতুন সূর্য। নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট খেলতে নামছে তারা। ব্যাঙ্গালুরুতে আফগানদের অভিষেক টেস্টের প্রতিপক্ষ স্বাগতিক ভারত।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায়। এদিকে এই ম্যাচের আগে দারুণ উত্তেজিত আফগানিস্তানের ক্রিকেটাররা। সাদা পোশাকে প্রথমবারের মতো মাঠে নামতে তর সইছে না তাদের।
মানসিকভাবেও ভারতকে ভয় পাচ্ছে না তারা। কেননা কিছুদিন আগেই দেরাদুনে বাংলাদেশ দলকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে তারা। এছাড়া রশিদ খান আর মুজিব উর রহমানের ফর্মে আস্থা আছে দলের।
আফগানদের মনস্তাত্ত্বিক দিক দিয়ে স্বস্তির আরেকটি কারণ হচ্ছে ভারতীয় দলে নেই নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। সিরিজের একমাত্র টেস্টে কোহলির পরিবর্তে নেতৃত্ব দেবেন আজিঙ্কা রাহানে।

আর কোহলির জায়গায় দলে জায়গা পেতে পারেন করুন নায়ার। এছাড়া ভারতীয় দলে প্রায় আট বছর পরে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ কার্তিক। আফগানদের জন্য কিছুটা সুসংবাদ দিচ্ছে ব্যাঙ্গালুরুর উইকেট।
টেস্টের প্রথম দুইদিন কিছুটা সবুজ উইকেট থাকলেও তৃতীয় দিন থেকে টার্ন করবে উইকেটে। হয়তো তখনই ভয়ঙ্কর হয়ে উঠবেন রশিদ, মুজিবরা। তবে আফগান ব্যাটসম্যানদের ভোগাতে ভারতীয় দলেও আছেন রবিচন্দন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার মতো অভিজ্ঞরা।
সম্ভাব্য একাদশঃ-
ভারতঃ- মুরালি বিজয় / শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), করুন নায়ার, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্ডিক পান্ডিয়া, রবিচন্দন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, উমেশ যাদব।
আফগানিস্তানঃ- মোহাম্মদ শাহজাদ, জাভেদ আহমাদী, রহমত শাহ, আসগর স্ট্যানিকজাই (অধিনায়ক), নাসির জামাল / হাসমতুল্লাহ শহীদি, মোহাম্মদ নবী, আফসার জাজাই (উইকেটরক্ষক), রশিদ খান, আমির হামজা / জহির খান, ইয়ামিন আহমাদেজাই, মুজিব উর রহমান।