সহজ ম্যাচ কঠিন করে জিতল ইংল্যান্ড

ছবি:

লন্ডনে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে কষ্টার্জিত জয় পেলো ইংল্যান্ড। যদিও তাদের বেশি রানের লক্ষ্য দেয়নি অস্ট্রেলিয়া। সফরকারি অস্ট্রেলিয়া মাত্র ২১৫ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ইংলিশদের।
আর সেই রান তাড়া করতেই ৪৪ ওভার পর্যন্ত খেলেছে ইংলিশরা। শুরুতেই তারা উইকেট হারিয়েছে জেসন রয়ের। শুন্য রানে রয় ফিরে যাওয়ার পরে ব্যক্তিগত পাঁচ রানে ফিরে গেছেন অ্যালেক্স হেলসও।
এরপরে তৃতীয় উইকেট হিসেবে ফিরে যান আরেক ওপেনার জনি বেয়ারস্টো। স্কটল্যান্ডের বিপক্ষে কয়েকদিন আগেই সেঞ্চুরি হাঁকানো বেয়ারস্টো এই ম্যাচে করেন ২৩ বলে ২৮ রান (ছয়টি চার)।

দলীয় ৩৮ রানে তিনটি উইকেট নেই ইংল্যান্ডের। তখনই হাল ধরেন জো রুট এবং অধিনায়ক ইয়োইন মরগান। দুজনে মিলে গড়েন ১১৫ রানের জুটি। অধিনায়ক মরগান ৬৯ রান (এগারোটি চার) করে ফিরে যান।
থিতু হতে পারেননি জশ বাটলারও (৯ রান)। দলীয় ১৬৩ রানে জো রুটও বাটলারের পিছনে ড্রেসিং রুমের পথ ধরলে আবারো বিপদে পরে ইংল্যান্ড। শেষমেশ ডেভিড উইলির অলরাউন্ড নৈপুণ্যে তিন উইকেটে ম্যাচ জিতে তারা।
উইলি করেন ৪১ বল খেলে পাঁচটি চার ও একটি ছক্কায় ৩৫* রান। সফরকারি বোলারদের হয়ে দুটি করে উইকেট নেন বিলি স্ট্যানলেক, এন্ড্রু তাই ও মাইকেল নেসের।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ৯০ রানের মধ্যেই পাঁচটি উইকেট হারায় অজিরা। এরপরে ৮৪ রানের জুটি গড়েন গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাস্টন অ্যাগার। চারটি চার ও দুটি ছক্কায় ৬৪ বলে ৬২ করেন ম্যাক্সওয়েল।
আগারের ব্যাট থেকে আসে ৬২ বলে ৪০ রানের উপযোগী ইনিংস। শেষদিকে তাইয়ের ১৯ রানের সুবাদে ২১৪ রান পর্যন্ত পৌঁছায় অজিরা। তবে ৪৭ ওভারের মধ্যেই তাদের অলআউট করেছে ইংলিশ বোলাররা। তিনটি করে উইকেট নেন মঈন আলী এবং লিয়াম প্লাঙ্কেট।