স্যামির ভবিষ্যৎ ভাবনা

ছবি:

প্রায় নিয়মিতই কোচ হওয়ার প্রস্তাব পাচ্ছেন উইন্ডিজ দলের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি। বেশীরভাগই পাচ্ছেন ফ্রেঞ্চাইজি লীগ কর্মীদের কাছ থেকে। তবে কোচিং করাতে বা মেন্টর হতে আপাতত ইচ্ছা নেই তার। সম্প্রতি মিডিয়ার কাছে জানিয়েছেন,
'যেসব ফ্রেঞ্চাইজির হয়ে আমি এতদিন খেলেছি তাদের অনেকেই আমাকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে। মেন্টর হওয়ার প্রস্তাবও এসেছে। এই ব্যাপারে আমি আমার ম্যানেজারের সাথেও কথা বলেছি।
'তবে সত্যি বলতে আমার এখন পরিবারকে সময় দেওয়া উচিত। এজন্য আমার দুই বছরের বিরতি দরকার। পরিবারকে সময় দেওয়ার জন্যেই এমনটা করা উচিত আমার।'

বয়স ৩৪। ফ্রেঞ্চাইজি ক্রিকেটেও এখন সেভাবে দেখা যায়না উইন্ডিজ দলকে দুটো বৈশ্বিক শিরোপা জেতানো ড্যারেন স্যামিকে। বরঞ্চ শেষ দুই বছরে কমেন্ট্রি করতেই তাকে বেশি দেখা গিয়েছে। আপাতত এই পেশায় নিজেকে খুঁজছেন তিনি।
'কমেন্ট্রিতে আমাকে দেখা যেতে পারে। কেননা আমাকে আর আমার পরিবারকে চলতে হবে সবসময়। তবে জীবন চলার জন্য আমি ঠিক সেটাই করব যা আমার পছন্দ।'
এদিকে সামনের আগস্টেই শুরু হচ্ছে ক্য???রিবিয়ান প্রিমিয়ার লীগ। এই আসরে সেন্ট লুসিয়া স্টারসের হয়ে খেলবেন স্যামি।