সহজেই ম্যাচ জিতল পাকিস্তান

ছবি:

কয়েকদিন আগেই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে সাড়ে তিনশ রানের বেশি রান করে জিতেছে স্কটল্যান্ড। একারণে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের আগে স্কটল্যান্ডকে হালকা ভাবে নেয়নি পাকিস্তান।
অধিনায়ক সরফরাজ তো বলেছেনই, স্কটল্যান্ডের বিপক্ষে খেই না হারানোর চেষ্টা করবেন তারা। হলও ঠিক তাই। সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে স্কটল্যান্ডকে ৪৮ রানে হারিয়েছে পাকিস্তান।
টসে জিতে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক খেলা শুরু করে পাকিস্তান। অবশ্য নিয়মিত বিরতিতে উইকেটও হারাতে থাকে তারা। দলীয় ১১ ওভারের মধ্যে তাদের রান পৌঁছায় তিন উইকেটে ৮৭।
ততক্ষণে ড্রেসিং রুমে পৌঁছেছেন ফাখার জামান (২১), আহমেদ শেহজাদ (১৪) ও হুসেইন তালাত (১৮)। এরপরে হাল ধরেন অধিনায়ক সরফরাজ খান এবং শোয়েব মালিক।

দুজনে মিলে ৯৬ রানের জুটি গড়েন। ২৭ বলে পাঁচটি ছক্কায় ৫৩ করে বিদায় নেন মালিক। তার ইনিংসে ছিল না কোনও চারের মার। অপরপ্রান্তে দাঁড়ানো সরফরাজ ৪৯ বলে তিনটি ছক্কা ও দশটি চারে ৮৯ রান করে অপরাজিত থাকেন।
সবমিলিয়ে ২০ ওভারে পাকিস্তান চার উইকেটে ২০৪ রান তুলে। স্কটল্যান্ডের হয়ে ২৩ রান খরচায় তিনটি উইকেট নেন আলাসদায়ার ইভান্স। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ করে স্কটল্যান্ড।
দলীয় ৫৩ রানে প্রথম উইকেট হারায় তারা। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে একসময় ১০৭ রান তুলতেই পাঁচটি উইকেট হারায় তারা। শেষদিকে মাইকেল লিস্ক একক প্রচেষ্টা চালালেও রানরেটের চাপে খেই হারিয়েছে স্কটল্যান্ড।
নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেটে ১৫৬ রানে থামতে হয় তাদের। লিস্ক অপরাজিত থাকেন ৩৮ রানে (২৪ বলে, তিনটি চার ও দুটি ছয়)। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান আসে অধিনায়ক কাইল কোয়েটজারের ব্যাট থেকে (১৮ বলে ৩১ রান)।
পাক বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন হাসান আলী ও শাদাব খান। বুধবার দিন একই সময়ে সিরিজের দ্বিতীয় এবং শেষ টি-টুয়েন্টিতে লড়বে দুইটি দল।