আমাদের লোয়ার অর্ডার সবচেয়ে বেশি ধারাবাহিকঃ হোল্ডার

ছবি:

পোর্ট অফ স্পেইনে সফরকারি শ্রীলংকাকে ২২৬ রানে হারিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে উইন্ডিজ। এই টেস্ট জয়ে উইন্ডিজ লোয়ার অর্ডারকে কৃতিত্ব দিচ্ছেন দলের অধিনায়ক জেসন হোল্ডার।
উল্লেখ্য, টেস্টের প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ১৪৭ রান তুলতেই পাঁচ উইকেট হারায় উইন্ডিজ। এরপরে হাল ধরে দলের লোয়ার অর্ডার। দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান শেন ডাওরিচ করেন অপরাজিত ১২৫ রান
আর এই রান করতে উইন্ডিজ লোয়ার অর্ডারের তিন ক্রিকেটার জেসন হোল্ডার, দেবেন্দ্র বিশু এবং কিমার রোচের সঙ্গে যথাক্রমে ৯০, ১০২ ও ৭৫ রানের জুটি গড়েন তিনি। ৮৮, ১৬০ ও ৯৫ বলে এই তিনজনের ব্যাট থেকে আসে যথাক্রমে ৪০, ৪০ ও ৩৯ রানের ইনিংস।

টেস্ট জয় শেষে হোল্ডার জানান, 'শেষ দুই-তিন বছরে আমাদের লোয়ার অর্ডার বিশ্বসেরা এবং সবচেয়ে বেশি ধারাবাহিক। যারা ভালো খেলেছে তাদের কথা আমাকে বলতেই হবে। প্রথম ডাওরিচের সঙ্গে আমি জুটি গড়ি।
'তারপরে দেবেন্দ্র যোগ দেয়। তার ইনিংসটি বেশ কার্যকরী ছিল। সে শুধু ম্যাচটাই বের করেনি, বেশ কিছু রান করেছে। সে সময় নিয়েছে যা লঙ্কান বোলারদের বিপদে ফেলেছে।'
উল্লেখ্য, সামনের মাসেই উইন্ডিজের বিপক্ষে পুর্নাঙ্গ সিরিজ খেলতে ক্যারিবীয় দীপপুঞ্জে উড়ে যাবে বাংলাদেশ দল। আর উইন্ডিজ এবং শ্রীলংকার চলমান সিরিজে উইন্ডিজের লোয়ার অর্ডারের পারফর্মেন্স নিঃসন্দেহে ভাঁজ ফেলতে পারে টাইগারদের কপালে।