ফেসবুক লাইভে সাব্বির এবং মিরাজ
ছবি:

মেহেদী হাসান মিরাজের সঙ্গে হাতাহাতির কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টির দল থেকে বাদ পরেছেন সাব্বির রহমান, এমন বিতর্কে যখন দেশের ক্রিকেট তখনই ফেসবুক লাইভে আসেন সাব্বির রহমান এবং মেহেদী হাসান মিরাজ।
লাইভে এসে বিষয়টি নিয়ে কথা বলেছেন সাব্বির। ঘটনার সত্যতা স্বীকার করে নেন তিনি এবং মিরাজ। তবে বিষয়টি অতোটা জটিল নয় বলে সমর্থকদের আশ্বস্ত করেছেন তারা। সাব্বির লাইভে যা বলেন তার সারমর্ম হল,
'পরিবারে ঝামেলা হয় এবং ঠিক হয়। আমরা একটি পরিবার। আমাদের পরিচয় ৮-৯ বছর ধরে। আমি মিরাজকে অনেক পছন্দ করি। এখনো আমি ওর বাসায় দাওয়াত খেতেই এসেছি।

'আমাদের ছোটো একটা বিষয়ে সমস্যা হয়েছিলো। কিন্তু সেটা নিতান্তই তুচ্ছ ঘটনা। এটা যদি অনেক বড় কিছু হতো তাহলে তো এতো রাতে আমি ওর বাসায় দাওয়াত খেতে আসতাম না (হাসি)।'
এসময় সাব্বিরের পাশ থেকে মিরাজ বলেন, 'সাব্বির ভাই আমার অনেক পছন্দের মানুষ। তাকে আমি মানুষ হিসেবে, বড় ভাই হিসেবে অনেক পছন্দ করি। আমাদের মধ্যে যা হয়েছে তা অনেক তুচ্ছ বিষয়। এগুলো ঠিক হয়ে গেছে।
'আমি তার বাসায় অনেক বার গিয়েছি। আজ প্রথমবার সাব্বির ভাই আমার বাসায় আসলো। সত্যি বলতে বিষয়টি খুবই সামান্য। আর আমাদের মাঝে তেমন কিছুই হয়নি।' (সারমর্ম আকারে)
(পুরো ভিডিও দেখুন এই লিঙ্কে)
এদিনে সাব্বিরের আইডি থেকেই লাইভে আসেন তারা। ১১.৩০ মিনিটের এই লাইভে নিজেদের সমস্যা নিয়ে কথা বলা ছাড়াও সাব্বির এবং মিরাজ মহিলা ক্রিকেটারদের প্রশংসাও করেন। এছাড়া আসন্ন উইন্ডিজ সিরিজের জন্য সমর্থকদের কাছ থেকে দোয়া এবং সমর্থন চান।