promotional_ad

অঘটন ঘটাল স্কটল্যান্ড

promotional_ad

এডিনবার্গে সিরিজের একমাত্র ওয়ানডেতে ইংল্যান্ডকে লজ্জায় ডোবাল স্কটল্যান্ড। শ্বাসরুদ্ধকর হাইস্কোরিং ম্যাচে ইংলিশদের ৬ রানের ব্যবধানে হারিয়েছে তারা। 


টসে হেরে ব্যাট করতে নামা স্কটল্যান্ড শুরু থেকেই বিপদে ফেলে ইংলিশ বোলারদের। ৩৯ বলে দশটি চারে ম্যাথু ক্রস করেন ৪৮ রান। আরেক ওপেনার কাইল কোয়েটজারের ব্যাট থেকে আসে ৪৯ বলে আঁটটি চার ও দুটি ছক্কায় ৫৮ রানের ইনিংস।


তবে ইংলিশ বোলারদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন ক্যালাম ম্যাকলিওড। সেঞ্চুরি করেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। ১৬ টি চার আর তিনটি ছক্কায় তার ব্যাট থেকে আসে ৯৪ বলে ১৪০* রান।


এছাড়াও রিচি বেরিংটন করেন ৩৯ রান। আর জর্জ মুন্সে করেন ৫৫ রান। সব মিলিয়ে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেটে ৩৭১ রান করে স্কটল্যান্ড। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন লিয়াম প্লাঙ্কেট এবং আদিল রাশিদ।


promotional_ad

বিশাল লক্ষ্যের জবাবে ব্যাট করতে নামা ইংল্যান্ডের ইনিংসের সুর রচনা করেন ওপেনার জনি বেয়ারস্টো। আরেক ওপেনার জেসন রয় ৩৪ রান করে বিদায় নিলেও এদিনে বিধ্বংসী ছিলেন বেয়ারস্টো।


তিনে নামা অ্যালেক্স হেলসও যোগ্য সঙ্গ দেন তাকে। ৫৯ বলে বারটি চার আর ছয়টি ছক্কায় ১০৫ রানের ইনিংস খেলে বিদায় নেন বেয়ারস্টো। এরপরে দলীয় ২২০ রানে বিদায় নেন হেলস। 


তার ব্যাট থেকে আসে ৫৬ বলে ৫২ রানের দরকারী ইনিংস। এরপরে কিছুটা খেই হারায় ইংলিশ ব্যাটিং লাইনআপ। জো রুট, অধিনায়ক ইয়োইন মরগান এবং উইকেটরক্ষক স্যাম বিলিংস বিদায় নেন যথাক্রমে ২৯, ২০ ও ১২ রান করে।


আবারো চাপে পরে ইংল্যান্ড। তবে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান মঈন আলী এবং লিয়াম প্লাঙ্কেট। স্পিন অলরাউন্ডার মঈনের ব্যাট থেকে আসে ৩৩ বলে তিনটি চার ও সমান ছয়ে ৪৬ রানের ইনিংস। তবে মঈনের বিদায়ের পর আর সুবিধা করতে পারেনি ইংলিশরা। 


৪৮.৫ ওভারে ৩৬৫ রানে অলআউট হয় তারা। ৪৫ বলে তিনটি চার ও দুটি ছক্কায় শেষপর্যন্ত ৪৭ রানে অপরাজিত ছিলেন প্লাঙ্কেট। স্কটল্যান্ডের হয়ে তিনটি উইকেট নিয়েছেন মার্ক ওয়াট। দুটি করে উইকেট নেন আলাসডায়ার্স এভান্স ও রিচি বেরিংটন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball