ব্যাটে-বলে সমান নৈপুণ্য দেখিয়েই জিতল উইন্ডিজ

ছবি:

৪৫৩ রান তাড়া করে ম্যাচ জিততে হলে বিশ্বরেকর্ডই গড়তে হতো শ্রীলঙ্কানদের। তবে এমন কিছুই ঘটেনি পোর্ট অফ স্পেইনে। টেস্টের পঞ্চম দিনে জয়ের জন্য আরও ২৭৭ রান দরকার থাকলেও সেখানে পৌঁছাতে ব্যর্থ সফরকারি শ্রীলংকা।
নিজেদের দ্বিতীয় ইনিংসে এদিনে ২২৬ রানেই অলআউট হয়েছে তারা। ম্যাচটিও হেরেছে ২২৬ রানের বিশাল ব্যবধানে। এদিনে প্রাপ্তি বলতে ছিল কেবল ওপেনার কুশল মেন্ডিসের সেঞ্চুরি।
আগের দিন ৯৪* রান করা কুশল এদিনে সেঞ্চুরি করেই বিদায় নেন। তার ১০২ রানের ইনিংসে ছিল ১০ টি চার আর দুটি ছক্কার মার। এছাড়া পঞ্চম দিনে প্রতিরোধ গড়তে পারেননি শ্রীলংকার কোনও ব্যাটসম্যান।

আগের দিন আহত হয়ে মাঠ ছাড়া দিনেশ চান্দিমাল আজ মাঠে নেমেও সুবিধা করতে পারেননি। ২৭ রানে বিদায় নেন তিনি। এছাড়া নিরোশান ডিকওয়েলা করেন ১৯ রান।
উইন্ডিজের হয়ে চারটি উইকেট নিয়েছেন রোস্টন চেজ। তিনটি উইকেট নিয়েছেন দেবেন্দ্র বিশু। নিজেদের প্রথম ও দ্বিতীয় ইনিংসে উইন্ডিজের রান ছিল যথাক্রমে ৪১৪/৮ (ডি.) এবং ২২৩/৭ (ডি.)।
আর প্রথম ইনিংসে শ্রীলংকা অলআউট হয়েছিলো মাত্র ১৮৫ রানে। প্রথম ইনিংসে ১২৫* রান করায় এই টেস্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন উইন্ডিজের শেন ডাওরিচ। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো উইন্ডিজ।