চিটাগং কিংসের কাছে সুদসহ প্রায় ৪৬ কোটি টাকা পাওনা বিসিবির

চিটাগং কিংস
বিপিএলের প্রথম দুই আসরে খেললেও ফ্র্যাঞ্চাইজি ফি, আয়কর এবং ক্রিকেটারদের ও দল সংশ্লিষ্টদের পারিশ্রমিক পরিশোধ করেনি চিটাগং কিংস। এক দশকের বেশি সময় পর বিপিএলে ফিরে ফাইনাল খেলা চিটাগংয়ের বিরুদ্ধে আবারও প্রায় একই অভিযোগ এসেছে। ক্রিকেটারদের ও কোচিং স্টাফের পারিশ্রমিক না দেয়ার সঙ্গে হোটেল ভাড়াও বকেয়া রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। বেশ কয়েকটি খাতে বিসিবি নিজেদের পকেট থেকে টাকা দিলেও সেটা আদায়ের জোর চেষ্টা চালাচ্ছে। চিটাগংয়ের কাছ থেকে সুদসহ প্রায় ৪৬ কোটি টাকা পেতে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে বিসিবি।

promotional_ad

লম্বা সময়ের বিরতি গিয়ে গত মৌসুমে বিপিএলে ফেরে চিটাগং। নিজেদের ফেরার মৌসুমেই মাঠের পারফরম্যান্সে চমক দেখায় তারা। যদিও ফাইনালে ফরচুন বরিশালের কাছে হেরে শিরোপা জিততে পারেননি ফ্র্যাঞ্চাইজি। মাঠের ক্রিকেটে পারফরম্যান্সে আলো ছড়ালেও মাঠের বাইরে নানারকম বিতর্কে জড়িয়েছে। ২০২৫ বিপিএলের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও মেন্টর হিসেবে নিয়োগ দেয়া হয় শহীদ আফ্রিদিকে।


আরো পড়ুন

বিতর্কিত বিপিএলের জন্য বিসিবিকে দায় দিচ্ছে চিটাগং

১১ আগস্ট ২৫
চিটাগং কিংস

যদিও পাকিস্তানের সাবেক অধিনায়ককে পারিশ্রমিক দেয়নি তারা। বিসিবির কাছে বিচার দেয়ার পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার দ্বারস্থ হওয়ার হুমকিও দিয়েছিলেন। এ ছাড়া উপস্থাপিক ইয়াশা সাগর, ক্রিকেটার পারভেজ হোসেন ইমন, শরিফুল ইসলামদেরও পারিশ্রমিক পরিশোধ করেনি চিটাগং। এমনকি হোটেল ভাড়াও বকেয়া রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।


promotional_ad

গত মৌসুমের পাশাপাশি বিপিএলের দুই আসরেও কয়েক কোটি টাকা বকেয়া রেখেছে তারা। যা পেতে আইনি লড়াইয়ে নেমেছে বিসিবি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশের সর্বোচ্চ ক্রিকেট সংস্থা। বিপিএলের প্রথম দুই আসরের ক্রমাগতভাবে চুক্তির আইনি ও আর্থিক শর্ত ভঙ্গ করেছে এস.কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড। ২০১৩ সালের ৭ মে সালিশি নোটিশ ও চলতি বছরের জুলাইয়ে তাদেরকে আইনি নোটিশ দেয়া হয়েছে। তবে চুক্তির শর্ত রক্ষা করতে পারেনি।


আরো পড়ুন

বিপিএলের ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ে আরও সতর্ক হওয়ার আহ্বান পাইলটের

১৩ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন খালেদ মাসুদ পাইলট

বিসিবির পাওনার মধ্যে রয়েছে ফ্র্যাঞ্চাইজি ফি, আয়কর এবং ক্রিকেটারদের ও দল সংশ্লিষ্টদের পারিশ্রমিক। আচমকা গত বিপিএলের আগে তাদের ফেরানো হয়। বিপিএলে ফেরার আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে বিসিবির সঙ্গে সমঝোতা চুক্তি করে চিটাগং। যেখানে ৯ কোটির পরিবর্তে সাড়ে তিন কোটি টাকা দিতে বলা হয় ফ্র্যাঞ্চাইজিটিকে। তবে বিপিএল শেষ হয়ে গেলেও সেই অর্থ পরিশোধ করেনি চিটাগং।


চলতি বছরের ৩০ জুন পর্যন্ত তাদের কাছে ১৫ লাখ ৬৪ মার্কিন ডলার পায় বিসিবি। তবে ২০১২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সুদ এসেছে ২২ লাখ ৩২ হাজার ৯২ মার্কিন ডলার। সবমিলিয়ে চিটাগংয়ের কাছে ৩৭ লাখ ৮২ হাজার ১৫৬ মার্কিন ডলার পাওনা দাবি করেছে বিসিবি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৬ কোটি টাকার মতো। পুরো টাকা পেতে আইনি লড়াইয়ে যাওয়ার পাশপাশি চিটাগংয়ের সঙ্গে সমঝোতা চুক্তিও বাতিল করেছে বিসিবি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball