promotional_ad

কানাডা সুপার সিক্সটিতে মিরাজ-তানজিদের নাম

মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম
বাংলাদেশ দল এখন ব্যস্ত জিম্বাবুয়ে সিরিজে। এ ছাড়া রিশাদ হোসেন পিএসএলে। দেশের বাকি ক্রিকেটাররা ব্যস্ত ঢাকা প্রিমিয়ার লিগে। এমন ব্যস্ততার মাঝেই মেহেদী হাসান মিরাজ ও তানজিদ হাসান তামিমের নাম দেখা গেল কানাডার সুপার সিক্সটিতে। বেশ কিছুদিন ধরেই কানাডায় একটি টি-টেন টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন যুবরাজ সিং।

promotional_ad

এই টুর্নামেন্টের নাম দেয়া হয়েছে কানাডা সুপার সিক্সটি। এর আগে সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রে ১০ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। ক্রিকবাজ নিজেদের এক প্রতিবেদনে জানিয়েছে কানাডার এই লিগে নারী পুরুষ মিলিয়ে ১৩০০ এর বেশি ক্রিকেটার ড্রাফটের জন্য নিজেদের নাম জমা দিয়েছেন। যদিও সবার নাম প্রকাশ করা হয়নি এখনও।


আরো পড়ুন

অধিনায়ক হতে রাজী থাকলেও আপাতত শান্তকে সাপোর্ট করতে চান মিরাজ

১১ এপ্রিল ২৫
ক্রিকফ্রেঞ্জি

 


সেখানেই উল্লেখযোগ্য ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মিরাজ ও তানজিদ। তাদের সঙ্গে ফিন অ্যালেন, সিকান্দার রাজা, নাসিম শাহ, অ্যালেক্স হেলস, শামার জোসেফ, জেসন রয়, কেশব মহারাজ, টিম সাইফার্ট, টিম সাউদি, জিমি নিশাম, আজম খান, লুঙ্গি এনগিদি, রাইলি রুশো, ক্রিস লিন, জেসন হোল্ডার, আন্দ্রে ফ্লেচার, কাইল মায়ার্স, তাবরাইজ শামসি, ভানুকা রাজাপাকসে, মার্টিন গাপটিল, ডেভিড মালান, চ্যাড বোয়েস, গুড়াকেশ মোতির নাম রয়েছে।


 


promotional_ad

এই টুর্নামেন্ট নিয়ে কথা বলেছেন, স্কটিশ ক্রিকেট লিজেন্ড ও সহকারী টুর্নামেন্ট ডিরেক্টর কাইল কোটজার। তিনি বলেছেন, 'আমি বিশ্ব ক্রিকেটের তারকা সব ক্রিকেটারকে কানাডা সুপার সিক্সটিতে খেলতে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। তাদের অংশগ্রহণ প্রতিযোগিতাকে আরও উন্নত করবে এবং কানাডিয়ান খেলোয়াড়দের নাম ছড়িয়ে যাবে, কানাডার ক্রিকেট উন্মাদনা বৈশ্বিকভাবে ছড়িয়ে যাবে।'


 


প্রস্তাবিত এই টুর্নামেন্টে অংশ নিতে পারে আটটি দল। নারী ক্রিকেটারদের মধ্যে সেখানে নাম লিখিয়েছে ম্যাডি গ্রিন, ফ্র্যান জোনাস, রোজমেরি মায়ের, ইডেন কার্সন, তাজমিন ব্রিটস, অ্যামি স্মিথ, লোরেন উইনফিল্ড-হিল, জেস জোনাসেন, শবনম ইসমাইল, লরা হ্যারিস, দিয়েন্দ্রা ডটিন, চিনেলে হেনরি, সিনালো জাফটা, এনকুলুলেকো ম্লাবা, ফাতিমা সানা, লিয়া তাহুহুর মতো তারকা ক্রিকেটাররা।


 


অতি দ্রুতই কানাডা সুপার সিক্সটির ড্রাফটের তারিখ ঘোষণা করা হবে। নারী ও পুরুষদের এই টুর্নামেন্ট জুলাইতে অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। টি-টেন টুর্নামেন্টগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করেছে আবুধাবি টি-টেন। এবার তাদের দেখানো পথেই হাঁটছে কানাডা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball