প্রভসিমরান-আইয়ারে পাঞ্জাবের জয়

ছবি: বিসিসিআই

দীগভেশ রাথির বলে ফেরার আগে ৯ চার ও তিন ছক্কায় ৩৪ বলে ৬৯ রানের ইনিংস খেলেছেন ডানহাতি উইকেটকিপার ব্যাটার। টানা দুই জয় পেতে বাকি কাজটা সেরেছেন শ্রেয়াস আইয়ার ও নেহাল ওয়াদেরা। অধিনায়ক আইয়ার ৩০ বলে অপরাজিত ৫২ এবং আরেক ব্যাটার ওয়াদেরা ২৫ বলে ৪৩ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। ২২ বল বাকি থাকতেই ৮ উইকেটের বড় জয় পেয়েছে পাঞ্জাব।
আইয়ারকে সব ফরম্যাটে দেখতে চান সৌরভ
২৬ মার্চ ২৫
জয়ের জন্য ১৭২ রানের লক্ষ্য তাড়ায় আক্রমণাত্বক শুরু করলেও জুটি বড় করতে পারেননি পাঞ্জাবের দুই ওপেনার। ইনিংসের তৃতীয় ওভারেই ফিরে গেছেন প্রিয়ানশ আরিয়া। স্পিনার দীগভেশের অফ স্টাম্পের বাইরে পড়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে টেনে লেগ সাইডে খেলতে চেয়েছিলেন বাঁহাতি ব্যাটার। তবে টাইমিংয়ে গড়বড় হওয়ায় মিড অনে শার্দুল ঠাকুরের হাতে ক্যাচ দিয়েছেন ৮ রান করা প্রিয়ানশ।

বাঁহাতি ব্যাটার না পারলেও শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন প্রভসিমরান। তার ব্যাটের উপর ভর করেই পাওয়ার প্লেতে মাত্র এক উইকেট হারানো পাঞ্জাব ৬২ রান তোলে। যেখানে ২০ বল ডানহাতি ব্যাটারই ৪৫ রান করেছেন। পরের ওভারে মানিমারান সিদ্ধার্থের ব্যাক অব লেংথ ডেলিভারিতে ডিপ মিড উইকেটে ঠেলে এক রান নিয়ে মাত্র ২৩ বলে হাফ সেঞ্চুরি করেন প্রভসিমরান। পঞ্চাশ ছোঁয়ার পর রান তোলার গতি বাড়িয়ে দেন।
‘নোটবুক সেলিব্রেশন’ করে দিগ্বেশের শাস্তি
১৩ ঘন্টা আগে
শেষ পর্যন্ত দীগভেশের বলে ফিরে যেতে হয় প্রভসিমরানকে। মাত্র ৩৪ বলে ম্যাচ জেতানো ৬৯ রানের ইনিংস খেলেছেন ৯ চার ও তিন ছক্কায়। প্রভসিমরানের বিদায়ে ভেঙেছে আইয়ারের সঙ্গে ৮৪ রানের জুটি। পরবর্তীতে ওয়াদেরাকে সঙ্গে নিয়ে পাঞ্জাবের জয় নিশ্চিত করেন আইয়ার। সামাদের বলে ছক্কা মেরে ৩০ বলে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করার সঙ্গে দলকে জয়ও এনে দিয়েছেন। অধিনায়কের সঙ্গে অবিচ্ছিন্ন ৬৭ রানের জুটি গড়া ওয়াদেরা অপরাজিত ছিলেন ৪৩ রানে।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লক্ষ্ণৌ। প্রথম দুই ম্যাচে রানের দেখা পেলেও পাঞ্জাবের বিপক্ষে দ্রুতই ফিরেছেন মিচেল মার্শ। ভালো শুরু পাওয়া এইডেন মার্করাম আউট হয়েছেন ২৮ রানে। আরও একবার ব্যর্থ হয়েছেন অধিনায়ক পান্ত। শেষ পর্যন্ত পুরানের ৪৪, বাদোনির ৪১ ও শেষের দিকে সামাদের ১২ বলে ২৭ রানের ইনিংসে ১৭১ রান তোলে লক্ষ্ণৌ। পাঞ্জাবের হয়ে তিনটি উইকেট নিয়েছেন আর্শদীপ।