promotional_ad

টুর্নামেন্ট জিততে স্থানীয় ক্রিকেটারদের পারফর্ম করতে হবে: আর্থার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
রংপুরের অনুশীলনে মিকি আর্থার, রংপুর রাইডার্স
কদিন আগেই গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতেছে রংপুর রাইডার্স। এবার তারা বিপিএলের লড়াইয়ে মাঠে নামছে। এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে দলটি। বিদেশি ক্রিকেটাররাও আসতে শুরু করেছেন। শুরু থেকেই অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, স্টিফেন টেইলর ও ইফতিখার আহমেদরা থাকছেন দলটিতে।

promotional_ad

সব মিলিয়ে শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে চলেছে বিপিএলের সাবেক চ্যাম্পিয়রা। এই টুর্নামেন্টে মাঠে নামার আগে দলটির প্রধান কোচ মিকি আর্থার জানিয়েছেন টুর্নামেন্ট জিততে হলে স্থানীয় ক্রিকেটারদের পারফর্ম করতে হবে। কারণ প্রতিটি দলে ৭জন করে দেশি ক্রিকেটার খেলার সুযোগ পাবেন। তারাই পার্থক্য গড়ে দেবেন।


গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আর্থার বলেছেন, 'আমি স্থানীয় ক্রিকেটারদের উপর মনোযোগ দিতে চাই। তাদের সঙ্গে কাজ করতে আমি ভালোবাসি। এখানে অনেক স্থানীয় প্লেয়ার আছে। আমি মাত্র এসেছি। ছেলেরা আমার কোচিং স্টাইল জানে। আমি জানি তারা কেমন খেলে। আমি তাদের সামর্থ্য জানি। আমি তাদের দুর্বলতাও জানি। তবে এগুলোর সঙ্গে মানিয়ে নিতে কয়েকদিন লাগবে।'


রংপুরের এই কোচ আরও যোগ করেন, 'আমি দল নিয়ে খুব খুশি। অন্য দলগুলোতে অনেক ভালো ক্রিকেটার রয়েছে। তাদের প্রত্যেকেরই ভালো ভালো ক্রিকেটার আছে। আপনাকে লিগ জিততে হলে স্থানীয় ক্রিকেটারদের পারফর্ম করতে হবে। কারণ আপনি সাতজন করে দেশি ক্রিকেটার নিয়ে খেলবে সব সময়। স্থানীয় প্লেয়াররা পারফর্ম করলে অনেক সুবিধা হবে। বাকি দলগুলোও ভালো। বরিশালও দারুণ দল গড়েছে।'


promotional_ad

বিপিএলে এর আগেও কাজ করেছেন আর্থার। ২০১৫ সালে ঢাকা ডায়নামাইটসের কোচ হিসেবে কাজ করেছেন তিনি। তাই বাংলাদেশের কন্ডিশন সম্পর্কে তার ভালোই ধারণা রয়েছে। তবে বিদেশি ক্রিকেটারদের এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চ্যালেঞ্জে পড়তে হবে। বিশেষ করে বাংলাদেশের স্লো এবং লো উইকেট বিদেশি ক্রিকেটারদের পরীক্ষা নেবে বলে ধারণা তার।


আর্থার বলেছেন, 'আমি বিপিএল অনুসরণ করি। এমনকি আমি ২০১৫ সালের বিপিএলে কোচিংও করিয়েছি ঢাকা ডায়নামাইটসের। যদিও এটা অনেকদিন আগে। আমি বিপিএল দেখি। আমার মনে হয় বিদেশি ক্রিকেটারদের এখানে মানিয়ে নেয়াটাই বড় চ্যালেঞ্জ। তাদের এই কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে। এখানকার উইকেট কিছুটা স্লো এবং লো। তাদের যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে হবে।'


স্টিভেন টেইলর নতুন  হলেও খুশদিল ও ইফতিখারদের জন্য এই কন্ডিশনে মানিয়ে নেয়া সহজ বলে বিশ্বাস আর্থারের। তার ভাষ্য, 'আমার মনে হয় তাদের এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া সহজ হবে। কারণ এই কন্ডিশনে তারা খেলেছে। খুশদিল এই কন্ডিশনে অনেক ম্যাচ খেলেছে। স্টিভেন টেইলর এখানে নতুন। সে নেটে অনুশীলন করেছে এটা একেবারেই নতুন তার জন্য। তাদের দ্রুত মানিয়ে নিতে হবে।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball