নিলামে উঠছে কোহলি-ভিলিয়ার্সের জার্সি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনায় বিপর্যস্তদের সাহায্যে তহবিল গঠনের জন্য এবি ডি ভিলিয়ার্স তাঁর ২০১৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যবহৃত জার্সিটি নিলামে তুলতে যাচ্ছেন। একই সঙ্গে নিলামে উথছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (আরসিবি) খেলাকালীন ব্যবহৃত কিটও।
শুক্রবার (২৪ এপ্রিল) কোহলির সাথে ইন্সটাগ্রামে কথোপকথোনের সময় তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, ২০১৬ সালের আইপিএলে আরসিবিতে খেলাকালীন ব্যবহৃত ব্যাটটি এবং কোহলির স্বাক্ষরিত শার্ট, ব্যাট এবং গ্লাভস নিলামে তুলবেন।

ডি ভিলিয়ার্স জানিয়েছেন, নিলাম থেকে প্রাপ্ত অর্থ কোভিড -১৯ মহামারী চলাকালীন 'অভাবগ্রস্থদের প্লেটে খাবার সরবরাহ' করতে সহায়তা করবে।
'আমাদের একসাথে অনেকগুলো ভালো স্মৃতি রয়েছে, আমি তা কখনই ভুলব না। এমন একটি বিশেষ মুহূর্ত আছে যা আমি মনে রাখতে পারি, ২০১৬ সালে গুজরাট লায়ন্সের বিপক্ষে। সেই বিশেষ ম্যাচটি থেকে আমারও সবুজ শার্ট রয়েছে। আমার মনে আছে আমি আপনাকে শার্টটিতে সই করাতে পেরেছি, আমি শার্টেও স্বাক্ষর করেছি।'
'একটি অনলাইন নিলাম প্ল্যাটফর্মে উঠানোর কথা আমি পরিকল্পনা করছি। আমি জানি যে বিশ্বজুড়ে প্রচুর সংগ্রাহক রয়েছেন যা আপনার ব্যাট বাগিয়ে নিতে আপত্তি জানাবে না।'
'লোকেরা সেখানে যাবে এবং বিড করবে এবং সমস্ত উপার্জন কোভিড-১৯ ইস্যুতে চলে যাবে। আমি এই অর্থ আপনার সাথে অর্ধেক অর্ধেক ভাগ করে নেওয়ার চিন্তা করছি যাতে আমরা এটি ভারত এবং দক্ষিণ আফ্রিকাতে ব্যবহার করতে পারি।'