করোনা মোকাবেলায় ব্যতিক্রমী উদ্যোগ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মহামারী করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে বিশ্বজুড়ে চলছে লকডাউন। যার ফলে গৃহবন্দী হয়ে পড়েছে মানুষজন। গৃহবন্দী রয়েছেন ক্রিকেটাররাও। এমনই এক পরিস্থিতিতে দেশের মানুষদের সতর্ক করতে অভিনব এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
গৃহবন্দি থাকা দলটির সকল খেলোয়াড় করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সামাজিক যোগাযোগের মাধ্যম ভিডিওর মাধ্যমে সচেতন করছেন জনগণকে।

গত ১৬ এপ্রিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্ল্যাটফর্মে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন ক্রিকেটার এনামুল হক জুনিয়র। সেখানে তিনি সবাইকে বাসায় থাকতে আহ্বান করেন। সেই সঙ্গে করোনার সংক্রমণ এড়াতে কি কি পদক্ষেপ নিতে হবে সে বিষয়ে দেশবাসীকে সচেতন করেন।
এ ছাড়া জুনায়েদ সিদ্দিকী, মোক্তার আলী, মেহেদি হাসান রানা, নুরুল হাসান, রায়াদ এমরিত, কেসরিক উইলিয়ামস এবং চাদউইক ওয়ালটন ভিডিওর মাধ্যমে জনগণকে সচেতনতামূলক বার্তা দেন।
বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজিটি আরও জানিয়েছে, করোনা সচেতনতায় ভবিষ্যতেও তারা আরও ক্রিকেটারের ভিডিও বার্তা প্রকাশ করবে।