আইপিএলে ৬-৭টি শিরোপা জিতবে রোহিতঃ গম্ভির

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অধিনায়ক হিশেবে এখন পর্যন্ত চারটি শিরোপা জিতেছেন রোহিত শর্মা। আইপিএল ক্যারিয়ার শেষ হওয়ার আগে আরও কয়েকটি ট্রফি জিতবেন রোহিত, এমনটা মনে করছেন ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভির।
চেন্নাই সুপার কিংসের হয়ে মহেন্দ্র সিং ধোনি জিতেছেন তিনটি শিরোপা। এখন পর্যন্ত আইপিএলের সবচেয়ে বেশি ট্রফি জয়ী অধিনায়ক তাই রোহিতই।

সম্প্রতি এই দুজনের তুলনায় গম্ভির বলেন, 'আমার মতে সেরা অধিনায়ক রোহিত শর্মা। সে ইতোমধ্যেই চারবার ট্রফি জিতেছে। ট্রফির জিতলেই কেবল আপনি কাউকে ভালো অধিনায়ক বলতে পারবেন।
সে আইপিএলের ইতিহাস সেরা অধিনায়ক হয়ে খেলা শেষ করবে। চারটি সে এখনই জিতেছে। সে ৬-৭টি'র মতো জিতে যেতে পারে।'
গম্ভিরের কথার সঙ্গে একমত পোষণ করেন সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারও। বাঙ্গার বলেন, 'রোহিত অনেক হারা ম্যাচ দলকে জিতিয়েছে। এটাই অধিনায়ক হিশেবে তাঁর বিচক্ষণতা প্রমাণ করে। চাপের মুখে সে ভালো সিদ্ধান্ত নেয়।
ফলাফল ধোনির পক্ষেও কথা বলবে। তবে অধিনায়কত্বের বিচারে বলতে গেলে রোহিত আরও সঠিক সিদ্ধান্ত নিয়েছে।'
২০১৩ সালের আইপিএলে আসরের মাঝপথে অধিনায়কত্ব পেয়ে মুম্বাইকে শিরোপা জেতান রোহিত। এরপর ২০১৫, ২০১৭ ও ২০১৯ সালেও মুম্বাইকে শিরোপা এনে দেন তিনি।