ওয়াসিমের আইপিএল একাদশে উপেক্ষিত ডি ভিলিয়ার্স

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আইপিএলের সর্বকালের সেরা একাদশ নির্বাচন করেছেন ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর। কিন্তু অবাক করা ব্যাপার হলো তাঁ??? বাছাইকৃত এই একাদশে জায়গা পাননি টি-টোয়েন্টির 'হটকেক' খ্যাত ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।
দক্ষিণ আফ্রিকার এই সাবেক অধিনায়ক আইপিএলের নিয়মিত পারফর্মার। ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত আইপিএলে ১৫৪টি ম্যাচ খেলে ৩টি সেঞ্চুরি এবং ৩৩টি হাফ সেঞ্চুরি করেন ডি ভিলিয়ার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর এই ব্যাটসম্যান সামর্থ্যের প্রমাণ দিয়ে গেছেন প্রতিনিয়ত।

এতকিছুর পরেও ওয়াসিম জাফরের পছন্দের তালিকায় নেই ডি ভিলিয়ার্স। ওয়াসিমের বাছাইকৃত সেরা একাদশে চার বিদেশি ক্রিকেটারের মধ্যে রয়েছেন দুই ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান এবং শ্রীলঙ্কার তারকা পেসার লাসিথ মালিঙ্গা।
গেইলের ওপেনিং সঙ্গী হিসেবে ওয়াসিমের পছন্দ রোহিত শর্মা। এছাড়া তিন এবং চার নম্বর ব্যাটসম্যান হিসেবে যথাক্রমে সুরেশ রায়না ও বিরাট কোহলিকে রাখেন তিনি। দলটিতে উইকেটরক্ষক হিসেবে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি।
অপরদিকে অলরাউন্ডার কোটায় আন্দ্রে রাসেলের পাশাপাশি থাকছেন হার্দিক পান্ডিয়া। স্পিন আক্রমণে রশিদ খানের সঙ্গে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। অপরদিকে পেসার হিসেবে মালিঙ্গার সঙ্গে আছেন জাসপ্রিত বুমরাহ। এছাড়া দ্বাদশ ক্রিকেটার হিসেবে রবীন্দ্র জাদেজাকে রাখা হয়েছে এই দলে।
My all time IPL team:
1- @henrygayle ✈️
2- @ImRo45
3- @ImRaina
4- @imVkohli
5- @msdhoni C/WK
6- @Russell12A ✈️
7- @hardikpandya7
8- @rashidkhan_19 ✈️
9- @ashwinravi99
10- @Jaspritbumrah93
11- Malinga ✈️
12th- @imjadeja
Share yours, I'll retweet the teams I like#ipl @BCCI @IPL
— Wasim Jaffer (@WasimJaffer14) March 29, 2020