আইপিএল থেকে সরে দাঁড়ালেন ওকস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর থেকে নিজেকে সরিয়ে নিলেন ইংলিশ অল রাউন্ডার ক্রিস ওকস। ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করলেন এই ক্রিকেটার।
এর ফলে আসন্ন আইপিএলে তাকে দেখা যাবে না দিল্লি ক্যাপিটালসের জার্সি গায়ে। গেল ডিসেম্বরের নিলামে দিল্লির ফ্রাঞ্চাইজি এই ইংলিশ ক্রিকেটারকে দলে ভিড়িয়েছিল দেড় কোটি রুপিতে।

২০১৮ সালের আগস্টের পর থেকে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে এক প্রকারে নির্বাসনেই যেন চলে গিয়েছেন ৩১ বছর বয়সি এই ক্রিকেটার। স্বল্প দৈর্ঘ্যের ক্রিকেটের এই ফরম্যাটে জাতীয় দলের হয়ে শেষ খেলেছেন আজ থকে প্রায় ৫ বছর আগে ২০১৫ সালে।
ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ালেও কিছুটা আঁচ করা যাচ্ছে তাঁর সরে যাবার কারণের বিষয়ে। ধারণা করা হচ্ছে টেস্টে বেশি মনোযোগ দেয়ার জন্যই টি-টোয়েন্টি তথা আইপিএল থেকে নিজেকে সরিয়ে ফেলেছেন এই অল রাউন্ডার।
চলতি বছর ঘরের মাঠে ৬টি টেস্ট খেলবে ইংল্যান্ড। যার প্রথমটি মাঠে গড়াবে আগামী ৪ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
২০১৭ মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে ৮.৭৭ ইকোনমি রেটে ১৭ উইকেট পান এই পেসার। কিন্তু ২০১৮ আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে মাত্র ৫টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি।