সাকিববিহীন হায়দরাবাদের স্কোয়াড ঘোষণা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলেরা আগামী আসরকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে সানরাইজার্স হায়দরাবাদ। গত আসরে খেলা পাঁচজন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে তারা। যাদের মধ্যে সাকিব আল হাসান ছাড়াও রয়েছেন নিউজিল্যান্ডের তারকা ওপেনার মার্টিন গাপটিল।
কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন হায়দরাবাদ দলটিতে বিদেশি ক্রিকেটারদের মধ্যে আরও থাকছেন ডেভিড ওয়ার্নার, বিলি স্ট্যানলকে, মিচেল মার্শ, ফ্যাবিয়ান অ্যালেন এবং জনি বেয়ারস্টো।

ব্যাটিং বিভাগে দলটির শীর্ষে রয়েছে ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো এবং কেন উইলিয়ামসন। অপরদিকে বোলিং আক্রমণে থাকবেন ভুবনেশ্বর কুমার, রশিদ খান, সিদ্ধার্থ কাউল এবং সন্দীপ শর্মার মতো বোলাররা।
এবারের আইপিএলে তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে হায়দরাবাদ। এই তালিকায় আছেন ভারতের অনুর্ধ ১৯ দলের অধিনায়ক প্রিয়ম গার্গ।
নিজেদের ঘরের মাঠে আগামী এক এপ্রিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে সানরাইজার্স হায়দরাবাদ।
সানরাইজার্স হায়দরাবাদ স্কোয়াড:
কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, মনীশ পান্ডে, বিরাট সিং, প্রিয়ম গার্গ, আবদুল সামাদ, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কৌল, বিলি স্ট্যানলকে, টি নাটারাজন, অভিষেক শর্মা, শাহবাজ নাদিম, মিচেল মার্শ, ফ্যাবিয়ান অ্যালেন, বিজয় শঙ্কর, মোহাম্মদ নবী, রশিদ খান, সঞ্জয় যাদব, জনি বেয়ারস্টো, ঋদ্ধিমান সাহা, শ্রীভাস্ত গোস্বামী, বাভানাকা সন্দীপ, বাসিল থাম্পি।