promotional_ad

কিউরেটরদের প্রশংসায় ভাসালেন মুশফিক-রাসেল

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের উইকেট মুগ্ধ করেছে সবাইকে। প্রায় প্রতিটি ম্যাচেই বড় রান হয়েছে। বোলারদের সংগ্রাম করতে হয়েছে উইকেটের জন্য। ফাইনাল শেষে তাই রাজশাহী রয়্যালস অধিনায়ক আন্দ্রে রাসেল এবং খুলনা টাইগার্স অধিনায়ক মুশফিকুর রহিম প্রশংসায় ভাসিয়েছেন কিউরেটরদের।


মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট বরাবরই ছিল ধীর এবং মন্থর। এবার এই মাঠেও রানের ফোয়ারা বইয়ে দিয়েছেন ব্যাটসম্যানরা। এবার দুইশো ছাড়ানো ইনিংস তাড়া করে জয়ের রেকর্ডও হয়েছে এই মাঠে। মুশফিক এই আসরের প্রাপ্তি হিসেবে ভালো উইকেটের কথাই বলছেন।



promotional_ad

তিনি বলেছেন, 'কিউরেটদের টুপি খোলা অভিনন্দন। এক-দুই ম্যাচ ছাড়া টুর্নামেন্ট জুড়ে আমরা ভালো উইকেট পেয়েছি। আপনি যদি অন্যসব বিপিএলের সঙ্গে তুলনা করেন, ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট দেখেন, বোলারদের ইকোনমি দেখেন (তাহলেই পরিষ্কার হয়ে যাবে)।'


দেশের বাইরের উইকেটগুলো বরাবরই হয় ব্যাটিং বান্ধব।  এ ছাড়া বোলাররাও উইকেটের দেখা পান। ভালো বল করতে তাই তাদেরও নিরাশ হওয়ার সুযোগ থাকে না। স্পোর্টিং উইকেটে খেললেই কেবল দেশের বাইরে খেলতে গিয়েও সফলতা অর্জন করা সম্ভব বলে মনে করেন মুশফিক।


তিনি বলেছেন, 'বোলারদের জন্য, আমার মনে হয়, বিশ্বব্যাপী উইকেট এমনই ফ্ল্যাট থাকবে। তাদেরও অনেক কাজ করার বাকি আছে। আশা করি, তারাও চ্যালেঞ্জগুলো নেবে, কিভাবে বৈচিত্র্য বাড়ানো যায় যেন পাওয়ার প্লেতে কিংবা ডেথ ওভারে আরও কম রান দিতে পারে। অধিনায়কের জন্য চার ওভারে যত সম্ভব কম রান দেয়।'



বিপিএলে নিয়মিতই খেলেন আন্দ্রে রাসেল। এবার অধিনায়ক হিসেবে রাজশাহী রয়্যালসকে শিরোপা জিতিয়েছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। ব্যাটে-বলে সমান তালে পারফরম্যান্স করে জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরষ্কার। 


তিনি কিউরেটরদের প্রশংসা করে বলেছেন, 'কিউরেটররা খুব ভালো কাজ করেছে এবার। উইকেট খুব ভালো ছিল। স্পোর্টিং উইকেটে খেলা হয়েছে। ব্যাটসম্যানরা সহায়তা পেয়েছে, পেসারদের জন্যও উইকেটে কিছু ছিল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball