সিলেটেও ব্যর্থ ওয়াটসন

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
রংপুর রেঞ্জার্সঃ ১১/১, ওভার- ৩.১

নাঈম ৫*, ডেলপোর্ট ৪*; নাওয়াজ ১/৬
রাজশাহী রয়্যালসঃ ২০ ওভারে ১৭৯/৪ (বোপারা ৫০*, মালিক ৩৭; মুস্তাফিজ ২/৪১, নবি ১/২৬)।
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) সিলেট পর্ব শুরু হয়েছে রাজশাহী রয়্যাল এবং রংপুর রেঞ্জার্সের মধ্যকার ম্যাচ দিয়ে। ম্যাচটিতে আগে ব্যাটিং করে রংপুরের সামনের ১৮০ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে রাজশাহী। লক্ষ্য তাড়ায় ব্যাটিং করেছে শেন ওয়াটসনের দল।
সাজঘরে ওয়াটসনঃ ব্যাট হাতে দলের জন্য অবদান রাখতেই পারছেন না শেন ওয়াটসন। এখন পর্যন্ত টুর্নামেন্টে চারটি ম্যাচ খেলেছেন তিনি, একটিতেও দুই অংকের ঘরে যেতে পারেননি। সিলেট পর্বের প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষেও ব্যাট হাতে ব্যর্থ এই ব্যাটসম্যান। মাত্র ২ রানেই সাজঘরের পথ ধরেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
ইনিংসের তৃতীয় ওভারে মোহাম্মদ নাওয়াজের স্পিন বুঝতেই পারেননি ওয়াটসন। সরাসরি বোল্ড হয়েছেন অস্ট্রেলিয়ান সাবেক এই ক্রিকেটার। নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন ক্যামেরুন ডেলপোর্ট। তাঁর সঙ্গে রয়েছেন ওপেনার নাঈম শেখ।