রাজশাহী-রংপুরের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সিলেট পর্ব

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তিন ভাগের খেলা শেষ হয়েছে। বৃহস্পতিবার চতুর্থ ভাগের খেলা শুরু হচ্ছে চায়ের রাজধানী খ্যাত সিলেটে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসের মুখোমুখি হবে রংপুর রেঞ্জার্স।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। বঙ্গবন্ধু বিপিএলে দ্বিতীয়বারের মতো এই দুই দল মুখোমুখি হচ্ছে। গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রথম দেখায় রাজশাহী রয়্যালসকে ৪৭ রানে হারায় শেন ওয়াটসনের রংপুর।
ফলে এই ম্যাচে জয় তুলে নিয়ে প্রতিশোধ নিতে চাইবে আন্দ্রে রাসেলের নেতৃত্বাধীন রাজশাহী। ৮ ম্যাচে ৫ জয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে আছে রাজশাহী। অন্যদিকে ৭ দলের মধ্যে ৬ নম্বরে অবস্থান করছে রংপুর।

৮ ম্যাচ খেলে তাদের জয় ৩টিতে। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই মুস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদদের। চলতি বিপিএলে ব্যাটে-বলে দুর্দান্ত সময় কাটছে রংপুরের ইংলিশ অলরাউন্ডার লুইস গ্রেগরির।
৮ ম্যাচে ১৯৬ রানের সঙ্গে বল হাতে ১১ উইকেট নিয়েছেন তিনি। এ ছাড়া মুস্তাফিজুর রহমান প্রথম দিকে নিষ্প্রভ থাকলেও শেষ কয়েকটি ম্যাচে দারুণ বোলিং করেছেন।
৮ ম্যাচে এই বাঁহাতি পেসার শিকার করেছেন ১২টি উইকেট। রাজশাহীর বিপক্ষে জয় পেতে এই দুজনের ওপর ভরসা রাখবে রংপুর। রাজশাহীর বিপক্ষে সর্বশেষ ম্যাচে রংপুরের জয়ের নায়ক ছিলেন তাসকিন আহমেদ।
এই ডানহাতি পেসার ২৯ রানে ৪ উইকেট শিকার করেন। ফলে তাঁর কাছেও ভালো বোলিংয়ের প্রত্যাশা থাকবে দলটির। রাজশাহী অবশ্য বোলিংয়ের চেয়ে ব্যাটিং শক্তির ওপরই বেশি নির্ভরশীল।
ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন তাদের ওপেনার লিটন দাস। তিনি ৮ ম্যাচে ২৩৬ রান করেছেন। আরেক ওপেনার আফিফ হোসেনও দারুণ ফর্মে আছেন। তিনি ৮ ম্যাচে ২২৮ রান করেছেন।
রাজশাহী রয়্যালস স্কোয়াডঃ লিটন দাস, আফিফ হোসেন, আন্দ্রে রাসেল (অধিনায়ক), আবু জায়েদ রাহি, মিনহাজুল আবেদীন আফ্রিদি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালি, কামরুল ইসলাম রাব্বি, নাহিদুল ইসলাম, ইরফান শুক্কুর, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ইরফান, রবি বোপারা, হযরতউল্লাহ জাজাই ও শোয়েব মালিক।
রংপুর রেঞ্জার্স স্কোয়াডঃ শেন ওয়াটসন (অধিনায়ক), মোহাম্মদ নবি, মুস্তাফিজুর রহমান, নাইম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম অমি, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে রাব্বি, নাদিফ চৌধুরী, সঞ্জিত সাহা, রিশাদ হোসেন, লুইস গ্রেগরি, টম অ্যাবল, ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ শাহজাদ ও জুনায়েদ খান।