ওয়াহাবের বোলিং তাণ্ডবে পাত্তা পেল না রাজশাহী

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বিপিএলের ২৬তম ম্যাচে রাজশাহী রয়্যালসকে ৭৪ রানে হারিয়েছে মাশরাফি বিন মুর্তজার ঢাকা প্লাটুন। ঢাকার দেয়া ১৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৬.৪ ওভারে মাত্র ১০০ রানে অলআউট হয় আন্দ্রে রাসেলের নেতৃত্বাধীন রাজশাহী।
ঢাকাকে দারুণ এই জয় এনে দেয়ার পেছনে অন্যতম ভূমিকা পালন করেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। ৪ ওভারে মাত্র ৮ রান খরচায় ৫ উইকেট নিয়ে ঢাকার টপ অর্ডারে ধ্বস নামান তিনি। আর একটি করে উইকেট নেন হাসান মাহমুদ ও লুইস রিস।
ওয়াহাবের দুর্দান্ত বোলিংয়ের সামনে সর্বোচ্চ ৩১ রান করেন ওপেনার আফিফ হোসেন। ২ছক্কা এবং ৩ চারের সাহায্যে ২৩ বলে এই ইনিংস খেলেন ২০ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান আসে নাহিদুল ইসলামের ব্যাট থেকে।

এদিকে এই ম্যাচে দারুণ একটি রেকর্ড গড়েছেন ঢাকা প্লাটুনের ক্রিকেটার জাকের আলী। বদলী ফিল্ডার হিসেবে মাঠে নেমে ৬টি ক্যাচ ধরেন তিনি। ফলে এক টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ ক্যাচ ধরা ফিল্ডার হিসেবে নাম লেখান ২১ বছর বয়সী এই ক্রিকেটার।
এর আগে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেল। এরপর খেলতে নেমে তামিম ইকবাল এবং আসিফ আলীর জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে ঢাকা।
৩ ছক্কা এবং ৪ চারের সাহায্যে ৫২ বলে ৬৮ রান করেন ওপেনার তামিম। আর দলের পাকিস্তানি রিক্রুট আসিফ ৪ ছক্কা এবং ৪ চারের সাহায্যে মাত্র ২৮ বলে অপরাজিত ৫৫ রানের ক্যামিও ইনিংস উপহার দেন।
তামিম এবং আসিফের তাণ্ডবে রাজশাহীর বোলাররা তেমন সুবিধা করতে পারেননি। ফরহাদ রেজা ২ উইকেট শিকার করলেও ৩ ওভারে ৪৪ রান খরচ করেন। এছাড়া একটি করে উইকেট নেন আন্দ্রে রাসেল, শোয়েব মালিক এবং রবি বোপারা।
সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা প্লাটুনঃ ১৭৪/৫ (২০ ওভার) (তামিম ৬৮*, আসিফ ৫৫*; রেজা ২/৪৪, মালিক ১/১৩)
রাজশাহী রয়্যালসঃ ১০০/১০ (১৬.৪ ওভার) (আফিফ ৩১, নাহিদুল ১৪ ওয়াহাব ৫/৮, রিস ১/১১)