promotional_ad

ঢাকাকে পথ দেখালেন হাফ সেঞ্চুরিয়ান তামিম-আসিফ

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বঙ্গবন্ধু বিপিএলের ২৬তম ম্যাচে জোড়া হাফ সেঞ্চুরি করেছেন ওপেনার তামিম ইকবাল এবং পাকিস্তানি ব্যাটসম্যান আসিফ আলী। রাজশাহী রয়্যালসের বিপক্ষে এই ম্যাচে ৫২ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তামিম ইকবাল। যেখানে ৩টি ছক্কা এবং ৪টি চার মারেন তিনি।


অপরদিকে দলের পাকিস্তানি রিক্রুট আসিফের ব্যাট থেকে আসে ২৮ বলে ৫৫ রানের ক্যামিও ইনিংস। ৪টি ছক্কা এবং সমান সংখ্যক চার মারেন ২৮ বছর বয়সী এই ডানহাতি। তামিম এবং আসিফের দারুণ ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে ঢাকা প্লাটুন।


মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের শুরুতে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেল। এরপর খেলতে নেমে মাত্র ৩৫ রানের মাথায় ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে ঢাকা।



promotional_ad

তৃতীয় উইকেটে মেহেদী হাসানের সঙ্গে ৩৭ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন তামিম। কিন্তু দলীয় ৭২ রানের মাথায় মেহেদীকে (২১) তাইজুল ইসলামের হাতে ক্যাচ বানিয়ে ব্রেক থ্রু এনে দেন রবি বোপারা।  


৮৪ রানের মাথায় আরিফুল হক এবং মাশরাফিকে আউট করে ঢাকার বিপদ আরো বাড়িয়ে দেন রাজশাহীর পেস বোলিং অলরাউন্ডার ফরহাদ রেজা। এরপরই তামিমের সঙ্গে দলের হাল ধরেন আসিফ আলী। ৯০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে এনে দেন বড় পুঁজি। রাজশাহীর হয়ে ৪৪ রান খরচায় ২ উইকেট নেন ফরহাদ রেজা। এছাড়া একটি করে উইকেট পান আন্দ্রে রাসেল, শোয়েব মালিক এবং বোপারা। 


সংক্ষিপ্ত স্কোরঃ


ঢাকা প্লাটুনঃ ১৭৪/৫ (২০ ওভার) (তামিম ৬৮*, আসিফ ৫৫*; রেজা ২/৪৪, মালিক ১/১৩)  



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball