promotional_ad

মাশরাফির গোল্ডেন ডাক

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


ঢাকা প্লাটুনঃ ৮৮/৫ (১৩ ওভার) (তামিম ৩৭*, আসিফ ২*; রেজা ২/৪, মালিক ১/১৩)  


শুন্য রানে মাশরাফির বিদায়ঃ আরিফুল আউট হওয়ার পর ব্যাটিংয়ের হাল ধরতে ক্রিজে নামেন ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কিন্তু রানের খাতা খোলার আগেই ফরহাদ রেজার দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। রাজশাহী দলপতি আন্দ্রে রাসেলের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় মাশরাফিকে। গোল্ডেন ডাকের লজ্জা নিয়ে মাঠ ছাড়েন তিনি। 


ব্যর্থ আরিফুলঃ দলীয় ৮৪ রানের মাথায় আরিফুল হককে বোল্ড করে ঢাকার বিপদ বাড়িয়ে দেন রাজশাহীর পেস বোলিং অলরাউন্ডার ফরহাদ রেজা। মাত্র ৭ রান করে ফিরতে হয় আরিফুলকে।



promotional_ad

ফিরলেন মেহেদীঃ মাত্র ১১ বলে ২ ছক্কা এবং এক চারের সাহায্যে ২২ রানের ক্যামিও ইনিংস খেলে আউট হয়েছেন ঢাকার প্লাটুনের ডানহাতি ব্যাটসম্যান মেহেদী হাসান। দলীয় ৭২ রানের মাথায় রবি বোপারার বলে তাইজুল ইসলামের হাতে ক্যাচ দেন তিনি। 


মালিকের প্রথম উইকেটঃ রাসেলের পর এবার ঢাকার শিবিরে আঘাত হেনেছেন শোয়েব মালিক। রাজশাহীর এই পাকিস্তানি অলরাউন্ডার ইনিংসের ছয় নম্বর ওভারে বোলিংয়ে এসে ইংলিশ বাঁহাতি ব্যাটসম্যান লুইস রিসকে ফেরান। রাসেলের হাতে ক্যাচ দিয়ে মাত্র ৯ রান করে আউট হন রিস। ফলে দলীয় ৩৫ রানের মাথায় ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে ঢাকা।  


রাসেলের আঘাতঃ রাজশাহী রয়্যালসের বিপক্ষে টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপদে পড়েছে ঢাকা প্লাটুন। দলীয় ২০ রানের মাথায় ওপেনার এনামুল হক বিজয়কে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান রাজশাহীর ক্যারিবিয়ান অধিনায়ক আন্দ্রে রাসেল। মাত্র ১০ রান করে সন্তুষ্ট থাকতে হয় বিজয়কে।  


আসরে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে আন্দ্রে রাসেলের রাজশাহী রয়্যালস। তারা জিতেছে পাঁচটি ম্যাচে। পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে দলটি। এই ম্যাচটি জিতলেই টেবিলের শীর্ষে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে দুইয়ে নামিয়ে শীর্ষে উঠে যাবে রাজশাহী।


অপরদিকে দেশি এবং বিদেশি তারকা সমৃদ্ধ দল ঢাকা প্লাটুন পয়েন্ট তালিকার চার নম্বরে আছে। সাতটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে মাশরাফি বিন মুর্তজারা।



ঢাকা প্লাটুন একাদশঃ তামিম ইকবাল, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), মেহেদী হাসান, মুমিনুল হক, আরিফুল হক, লুইস রিস, আসিফ আলী, সাদাব খান, ওয়াহাব রিয়াজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), হাসান মাহমুদ। 


রাজশাহী রয়্যালস একাদশঃ  লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, শোয়েব মালিক, রবি বোপারা, আন্দ্রে রাসেল (অধিনায়ক), অলক কাপালি, নাহিদুল ইসলাম, তাইজুল ইসলাম, ফরহাদ রেজা, মোহাম্মদ ইরফান, কামরুল ইসলাম।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball