promotional_ad

একাই লড়ছেন মিঠুন

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সোমবারের প্রথম ম্যাচে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে সিলেট থান্ডার। 


একাই লড়ছেন মিঠুনঃ


দুই ওপেনার ফেরার পর ৫৭ রানের জুটি গড়েন মোহাম্মদ মিঠুন এবং মোসাদ্দেক হোসেন। এই জুটিতে অবদান বেশি মিঠুনের। ২৩ বলে ১৫ রান করে তাঁকে সঙ্গ দেন মোসাদ্দেক। কিন্তু নাঈম শেখের থ্রো'তে রানআউট হতে হয় তাঁকে।



promotional_ad

দেখেশুনে খেলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মিঠুন। 


সিলেটের দুই ওপেনারের বিদায়ঃ


মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের ইনিংসের দ্বিতীয় বলেই ফিরেছেন আন্দ্রে ফ্লেচার (০)। এবারের বিপিএলে সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটসম্যান আরাফাত সানির বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যামেরন ডেলপোর্টকে ক্যাচ দিয়ে ফিরে যান। 


এরপর চতুর্থ ওভারে ফিরে যান সিলেটের আরেক ক্যারিবিয়ান রিক্রুট জনসন চার্লস। মুকিদুল ইসলাম মুগ্ধর বলে মোহাম্মদ নবিকে ক্যাচ দিয়ে ফিরে যান চার্লস।



সংক্ষিপ্ত স্কোরঃ
সিলেট থান্ডারঃ ১০৫/৩ (১৪ ওভার)
(মিঠুন ৫৮*, রাডারফোর্ড ১৫*)


সিলেট থান্ডারঃ আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, শারফেন রাদারফোর্ড, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), নাজমুল হোসেন মিলন, সোহাগ গাজী, নাঈম হাসান, মনির হোসেন, এবাদত হোসেন ও নাভিন উল হক।


রংপুর রেঞ্জার্সঃ শেন ওয়াটসন (অধিনায়ক), নাঈম শেখ, ক্যামেরন ডেলপোর্ট, লুইস গ্রেগরি, ফজলে মাহমুদ, জহুরুল ইসলাম (উইকেটরক্ষক), মোহাম্মদ নবি, মুস্তাফিজুর রহমান, আল আমিন জুনিয়র, আরাফাত সানি ও মুকিদুল ইসলাম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball