সিলেটের দুই ওপেনারের বিদায়

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সোমবারের প্রথম ম্যাচে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে সিলেট থান্ডার।
সিলেটের দুই ওপেনারের বিদায়ঃ

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের ইনিংসের দ্বিতীয় বলেই ফিরেছেন আন্দ্রে ফ্লেচার (০)। এবারের বিপিএলে সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটসম্যান আরাফাত সানির বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যামেরন ডেলপোর্টকে ক্যাচ দিয়ে ফিরে যান।
এরপর চতুর্থ ওভারে ফিরে যান সিলেটের আরেক ক্যারিবিয়ান রিক্রুট জনসন চার্লস। মুকিদুল ইসলাম মুগ্ধর বলে মোহাম্মদ নবিকে ক্যাচ দিয়ে ফিরে যান চার্লস।
সংক্ষিপ্ত স্কোরঃ
সিলেট থান্ডারঃ ১৯/২ (৪ ওভার)
(মিঠুন ৫*, মোসাদ্দেক ১*)
সিলেট থান্ডারঃ আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, শারফেন রাদারফোর্ড, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), নাজমুল হোসেন মিলন, সোহাগ গাজী, নাঈম হাসান, মনির হোসেন, এবাদত হোসেন ও নাভিন উল হক।
রংপুর রেঞ্জার্সঃ শেন ওয়াটসন (অধিনায়ক), নাঈম শেখ, ক্যামেরন ডেলপোর্ট, লুইস গ্রেগরি, ফজলে মাহমুদ, জহুরুল ইসলাম (উইকেটরক্ষক), মোহাম্মদ নবি, মুস্তাফিজুর রহমান, আল আমিন জুনিয়র, আরাফাত সানি ও মুকিদুল ইসলাম।