সিলেট একাদশে নেই সান্টোকি

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সোমবারের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে রংপুর রেঞ্জার্স এবং সিলেট থান্ডার। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।
ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক শেন ওয়াটসন। দুই দলের একাদশে ছয়টি পরিবর্তন এসেছে। খেলছেন না ক্রিসমার সান্টোকি।

এই বিপিএলে দুঃস্বপ্নের সময় পার করছে রংপুর এবং সিলেট। এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে রংপুর। সিলেট খেলেছে সাতটি ম্যাচ। দুটি দলই মাত্র একটি করে ম্যাচে জিতেছে।
রংপুর এবং সিলেটের প্লে অফের পথ অনেকটাই সরু হয়ে এসেছে। আনুষ্ঠানিকভাবে প্লে অফের পথ থেকে বাদ না গেলেও এই দুই দলের সম্ভাবনা খুব কম।
সিলেট থান্ডারঃ আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, শারফেন রাদারফোর্ড, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), নাজমুল হোসেন মিলন, সোহাগ গাজী, নাঈম হাসান, মনির হোসেন, এবাদত হোসেন ও নাভিন উল হক।
রংপুর রেঞ্জার্সঃ শেন ওয়াটসন (অধিনায়ক), নাঈম শেখ, ক্যামেরন ডেলপোর্ট, লুইস গ্রেগরি, ফজলে মাহমুদ, জহুরুল ইসলাম (উইকেটরক্ষক), মোহাম্মদ নবি, মুস্তাফিজুর রহমান, আল আমিন জুনিয়র, আরাফাত সানি ও মুকিদুল ইসলাম।