promotional_ad

দিনের সেরাঃ মেহেদী হাসান মিরাজ

ছবি- ক্রিকফ্রেঞ্জি (তানভিন তামিম)
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গত দুই ম্যাচে ওপেনিংয়ে নেমে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন মেহেদী হাসান মিরাজ। এরপরও অবশ্য সিলেট থান্ডারের বিপক্ষে শনিবারের ম্যাচে তাঁর উপর আস্থা রাখে খুলনা টাইগার্স টিম ম্যানেজমেন্ট।


সেই আস্থার প্রতিদান অবশ্য দারুণভাবেই দিয়েছেন মিরাজ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ৬২ বলে অপরাজিত ৮৭ রানের বিস্ফোরক ইনিংস উপহার দেন তিনি। একই সঙ্গে দলকে ৮ উইকেটের বড় জয় এনে দিতে অগ্রণী ভূমিকা রাখেন এই অফ স্পিন অলরাউন্ডার। 



promotional_ad

ঝড়ো এই ইনিংসটি খেলার পথে ৩টি ছক্কা এবং ৯টি চার মেরেছেন মিরাজ। অসাধারণ এই ব্যাটিংয়ের পর ম্যাচ সেরার পুরস্কারটিও উঠেছে তাঁর হাতে। ওপেনিংয়েও যে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সেটাই প্রমাণ করে দেখালেন মিরাজ। 


খুলনা টাইগার্সের বিপক্ষে এই ম্যাচে প্রথমে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করে সিলেট থান্ডার। ১৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ১১৫ রানের উদ্বোধনী জুটি গড়েন মিরাজ। 


৪১ রান করে এবাদত হোসেনের বলে শান্ত আউট হলেও ইনিংসের শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকেন মিরাজ। পাশাপাশি দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। বর্তমানে ৭ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিনে রয়েছে খুলনা। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball