promotional_ad

বিস্ফোরক ইনিংসের রহস্য জানালেন মিরাজ

ছবি- ক্রিকফ্রেঞ্জ??
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সিলেট থান্ডারের বিপক্ষে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছে মেহেদী হাসান মিরাজ। সিলেটের দেয়া ১৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩ ছক্কা এবং ৯ চারের সাহায্যে ৬২ বলে অপরাজিত ৮৭ রানের ইনিংস খেলেন খুলনা টাইগার্সের ওপেনার মিরাজ। 


অসাধারণ এই ব্যাটিংয়ের পর স্বাভাবিকভাবেই প্রশংসিত হচ্ছেন জাতীয় দলের এই অফ স্পিন অলরাউন্ডার। দলকে ৮ উইকেটের জয় এনে দেয়ার পর সংবাদ সম্মেলনে এই বিস্ফোরক ইনিংসের রহস্য খোলাসা করেন মিরাজ। ২২ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যানের মতে পাওয়ার প্লেতে ব্যাটিং করার সুবিধা কাজে লাগাতে পারায় সাফল্য ধরা দিয়েছে।



promotional_ad

সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, 'আমি কিন্তু পাওয়ার প্লেতে যখন ব্যাটিং করি তখন সবসময় টাইমিং করে খেলতে পছন্দ করি। আবার যদি স্লগে খেলি তখন আমার কাছ থেকে দল আশা করতে পারবে না যে ১৫ বল খেলে ৩০ রান করবো বা ৩৫ রান করবো। এই জিনিসটা বেশি সুবিধা দেয় যখন পাওয়ার প্লেতে ব্যাটিং করি। তখন কিন্তু দেখেন যে গ্যাপ বের হলেই চার হয়ে যায়। তখন কিন্তু আমার জন্য আরো বেশি সুযোগ থাকে। এজন্য আমি উপরে ব্যাটিং করলে আমার জন্য সুবিধাটা বেশি থাকে।' 


গত দুই ম্যাচে ওপেনিংয়ে নেমে ভালো করতে পারেননি মিরাজ। আউট হয়েছেন যথাক্রমে ০ এবং ১২ রান করে। এরপরও ওপেনিংয়ে তাঁর প্রতি আস্থা রেখেছিল খুলনার টিম ম্যানেজমেন্ট। আর সেই আস্থার প্রতিদান দারুণভাবে দিলেন মিরাজ। এই কারণে বেশ সন্তুষ্ট এই তরুণ।


মিরাজের ভাষ্যমতে, 'ব্যাটিংয়ের ক্ষেত্রে প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের টিম ম্যানেজমেন্টকে। কারণ তারা যখন আমাকে ওপেনিংয়ে দিতে চেয়েছে তখন আমি বলেছিলাম হ্যা পারবো। এরপর প্রথম ম্যাচে আমি ২ বল খেলে শুন্য রান করে আউট হয়ে যাই। এরপর দ্বিতীয় ম্যাচে শুরুটা ভালো করলেও ১২ রানে করে আউট হয়ে যাই। আজকে আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো হয়েছে। তবে ওরা যে আমার উপরে ভরসাটা রেখেছে এটা আমার কাছেও বেশ ভালো লাগছে। আমার আত্মবিশ্বাস ছিল বলে হয়তো ভালো হয়েছে ব্যাটিংটা।' 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball