ব্যাটসম্যানদের প্রতি নাখোশ মালান

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে গত ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেয়েছিল রাজশাহী রয়্যালস। চট্টগ্রামে অনুষ্ঠিত সেই ম্যাচে আন্দ্রে রাসেলদের সামনে দাঁড়াতেই পারেনি কুমিল্লা।
এবার দ্বিতীয় দেখাতেও একই পরিণতি বরণ করতে হয়েছে কুমিল্লাকে। ম্যাচ শেষে এই পরাজয়ের কারণে ব্যাটসম্যানদের দায়ী করেন কুমিল্লার নতুন অধিনায়ক ডেভিড মালান। তাঁর মতে প্রথম ছয় ওভারে আশানুরূপ রান করতে না পারাই ডুবিয়েছে তাদের।

মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে রাজশাহীর দেয়া ১৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪ উইকেটে ১৭৫ রানে থামে কুমিল্লা। উইকেট হাতে থাকা সত্ত্বেও এই পরাজয়ে নাখোশ কুমিল্লা দলপতি।
মালান বলেন, 'বলতে খারাপ লাগলেও এটা সত্যি যে তাদের পারফরম্যান্স হতাশার ছিল। প্রথম ৬ ওভারে আমরা ৪৫ রান করেছিলাম, তবে আমরা যদি ৫৫ রান তুলতে পারতাম তাহলে মোমেন্টাম ধরতে পারতাম। তখন প্রতিপক্ষ অধিনায়ক চিন্তা করতো কাকে দিয়ে বল করাবে এরপরে।'
পরিকল্পনা অনুযায়ী সবকিছু করতে না পারার আক্ষেপও ফুটেছে মালানের কণ্ঠে। তাঁর ভাষায়, 'আমি পুরো ইনিংস ধরে চিন্তা করছিলাম যে ওরা ৯ ওভার শেষে ৭৯ রান করেছিল। আমরা ৯ ওভার শেষে ৭১ রান করি, ওদের চেয়ে ৮ রান কম। আমরা সঠিকভাবে সবকিছু কাজে লাগাতে পারিনি। আপনি যদি ৮ কিংবা ৯ উইকেট হারিয়ে ফেলেন তাহলে সমস্যা ছিল না। তবে এটা হতাশার যে আমরা উইকেট না হারিয়ে লক্ষ্যের কাছে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু এরপরেও জিততে পারিনি।'