promotional_ad

অধিনায়ককে ফেরালেন অধিনায়ক

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শনিবারের প্রথম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে চার উইকেটে ১৯০ রান করেছে রাজশাহী রয়্যালস। জবাবে ব্যাটিং করছে কুমিল্লা।


অধিনায়ককে ফেরালেন অধিনায়কঃ


বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে পাওয়ার প্লে'র মধ্যেই দুই উইকেট হারায় কুমিল্লা। রবিউল ইসলাম রবি (১২) ফিরে যান ফরহাদ রেজার শিকার হয়ে। এরপর তিনে নামা কুমিল্লা অধিনায়ক ডেভিড মালানকে (৩) ফেরান রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেল।


সংক্ষিপ্ত স্কোরঃ
রাজশাহী রয়্যালসঃ ১৯০/৪ (২০ ওভার)
(মালিক ৬১, আফিফ ৪৩, রাসেল ৩৭*, সৌম্য ১/ ১৮)
কুমিল্লা ওয়ারিয়র্সঃ ৪৪/২ (৬ ওভার)
(সৌম্য ৯*, ভ্যান জিল ১৩*)


প্রথম ইনিংসের বিবরণঃ



promotional_ad

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর ইনিংস দেখেশুনে শুরু করেন দলের দুই ওপেনার লিটন দাস ও আফিফ হোসেন। পাওয়ার প্লে'তে দুজনে মিলে ৫৬ রানের জুটি গড়েন।


ইনিংসের সপ্তম ওভারের দ্বিতীয় বলে ফিরে যান লিটন। সানজামুল ইসলামের শিকারে পরিণত হওয়ার আগে ১৯ বলে ২৪ রান করেন লিটন।


লিটন ফিরলেও রান তোলার কাজ চালিয়ে যান আফিফ। যদিও বেশিদূর যেতে পারেননি তিনি। ৩০ বলে ছয়টি চার ও একটি ছক্কায় ৪৩ রান করে সৌম্য সরকারের বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি।


এরপর ইনিংস মেরামত করতে চান রাজশাহীর দুই অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক এবং রবি বোপারা। যদিও এ দিন ব্যর্থ হন বোপারা। ১২ বলে ১০ রান করে মুজিব উর রহমানের বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি।


ইনিংসের শেষ বলের আগ পর্যন্ত মালিকের সঙ্গে নিরাপদে কাটিয়ে দেন অধিনায়ক রাসেল। দুজনে মিলে ৮৪ রানের জুটি গড়েন।



মালিকের ব্যাটে আসে ৩৮ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় ৬১ রান। ইনিংসের শেষ বলে রান আউট হন তিনি। ২১ বলে চার ছক্কায় ৩৭ রানে অপরাজিত থাকেন রাসেল।


রাজশাহী রয়্যালস একাদশঃ লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, শোয়েব মালিক, রবি বোপারা, আন্দ্রে রাসেল (অধিনায়ক), অলক কাপালী, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, ইরফান শুক্কুর, নাহিদুল ইসলাম ও মোহাম্মদ ইরফান। 


কুমিল্লা ওয়ারিয়র্স একাদশঃ সৌম্য সরকার, ডেভিড মালান (অধিনায়ক), সাব্বির রহমান, স্টিয়ান ভ্যান জিল, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), রবিউল ইসলাম, ডেভিড ভিসে, মুজিব-উর-রহমান, আল আমিন হোসেন, সানজামুল ইসলাম ও আবু হায়দার রনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball