দুই দলের একাদশে ছয়টি পরিবর্তন

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ (২৮ ডিসেম্বর) মুখোমুখি হচ্ছে রাজশাহী রয়্যালস এবং কুমিল্লা ওয়ারিয়র্স। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে এই ম্যাচটি।
ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক ডেভিড মালান। এই ম্যাচেই বিপিএলে প্রথমবারের মতো অধিনায়কত্ব করছেন মালান।
দুই দলের একাদশে ছয়টি পরিবর্তন। এরমধ্যে কুমিল্লা চারটি পরিবর্তন করেছে একাদশে।

চলমান বঙ্গবন্ধু বিপিএলে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে রাজশাহী রয়্যালস। এখন পর্যন্ত ৫ ম্যাচের ৪টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে আন্দ্রে রাসেলের নেতৃত্বাধীন দলটি।
এখন পর্যন্ত টুর্নামেন্টে খুব বেশি সুবিধা করতে পারেনি কুমিল্লা। ৫ ম্যাচ খেলে মাত্র ২টিতে জয়ের দেখা পেয়েছে তারা। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান পঞ্চমে স্থানে।
তার ওপর দলটির নিয়মিত অধিনায়ক দাশুন শানাকা এবং টপ অর্ডার ব্যাটসম্যান ভানুকা রাজাপাকশে ফিরে গেছেন শ্রীলঙ্কায়। ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রয়েছেন তারা। এই দুই ক্রিকেটারের পরিবর্তে উপুল থারাঙ্গা এবং ডেভিড ভিসেরকে দলে পেয়েছে কুমিল্লা।
রাজশাহী রয়্যালস একাদশঃ লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, শোয়েব মালিক, রবি বোপারা, আন্দ্রে রাসেল (অধিনায়ক), অলক কাপালী, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, ইরফান শুক্কুর, নাহিদুল ইসলাম ও মোহাম্মদ ইরফান।
কুমিল্লা ওয়ারিয়র্স একাদশঃ সৌম্য সরকার, ডেভিড মালান (অধিনায়ক), সাব্বির রহমান, স্টিয়ান ভ্যান জিল, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), রবিউল ইসলাম, ডেভিড ভিসে, মুজিব-উর-রহমান, আল আমিন হোসেন, সানজামুল ইসলাম ও আবু হায়দার রনি।