ঢাকার একাদশে তামিম এবং চার পাকিস্তানি

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সোমবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ঢাকা প্লাটুন এবং কুমিল্লা ওয়ারিয়র্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১.৩০ টায়।
ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

অসুস্থতা কাটিয়ে ঢাকার একাদশে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল। এ ছাড়া শাদাব খানকে একাদশে রেখেছে ঢাকা। ফর্মে থাকা থিসারা পেরেরাকে বাদ দিয়েছে ঢাকা।
বঙ্গবন্ধু বিপিএলে এখন পর্যন্ত ৪টি করে ম্যাচ খেলেছে ঢাকা প্লাটুন এবং কুমিল্লা ওয়ারিয়র্স। যেখানে দুটি করে জয় পেয়েছে উভয় দলই। তবে রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলে ঢাকার আগে অবস্থান কুমিল্লার।
০.৯১৪ রান রেট নিয়ে টেবিলের চার নম্বর আছে কুমিল্লা। অপরদিকে ০.১৪৫ রান রেট নিয়ে পাঁচ নম্বরে আছে ঢাকা।
ঢাকা প্লাটুন একাদশঃ তাম???ম ইকবাল, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), মুমিনুল হক, জাকের আলী, আসিফ আলী, মেহেদী হাসান, শহীদ আফ্রিদি, শাদাব খান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ওয়াহাব রিয়াজ ও হাসান মাহমুদ।
কুমিল্লা ওয়ারিয়র্স একাদশঃ ভানুকা রাজাপাকশে, সৌম্য সরকার, সাব্বির রহমান, ডেভিড মালান, ইয়াসির আলি রাব্বি, দাসুন শানাকা (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), রবিউল ইসলাম রবি, সুমন খান, মুজিব উর রহমান ও আল আমিন হোসেন।