রাসেলদের মুখোমুখি মুশফিকের খুলনা

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৮তম ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে মাঠে নামছে খুলনা টাইগার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।
বঙ্গবন্ধু বিপিএলে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে খুলনা এবং রাজশাহী। প্রথম দেখায় রাজশাহীকে ৫ উইকেটে হারিয়েছে খুলনা। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮৯ রান করে রাজশাহী।

জবাবে ২ বল হাতে রেখেই জয় তুলে নেয় খুলনা। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন খুলনা। রাজশাহী ৩ ম্যাচ খেলে জিতেছে দুটিতে।
শক্তিমত্তার বিচারে খুলনা কিছুটা এগিয়ে। দলটির হয়ে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন অধিনায়ক মুশফিকুর রহিম এবং রাইলি রুশো। মুশফিক ৪ ম্যাচে ১৫৩ রান করেছেন। রুশো সমান সংখ্যক ম্যাচে ২২৪ রান করেছেন।
রাজশাহীর হয়ে ব্যাট হাতে সেরা ফর্মে না থাকলেও দলটির প্রধান ভরসা লিটন দাস এবং শোয়েব মালিক। পকিস্তানি ব্যাটসম্যান মালিক ৩ ম্যাচে করেছেন ১৩৯ রান। লিটনের ব্যাট থেকে এসেছে ১০২ রান। এ ছাড়া অধিনায়ক আন্দ্রে রাসেল, হজরতউল্লাহ জাজাই ও আফিফ হোসেনের ওপরও ভরসা রাখতে পারে দলটি।
রাজশাহী রয়্যালস: আন্দ্রে রাসেল (অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, আবু জায়েদ, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালী, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, মিনহাজুল আবেদীন আফ্রিদি, নাহিদুল ইসলাম, রবি বোপারা, হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ ইরফান।
খুলনা টাইগার্স: মুশফিকুর রহিম (অধিনায়ক), শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, শহিদুল ইসলাম, আলিস আল ইসলাম, তানভির ইসলাম, রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, নাজিবউল্লাহ জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ।