দিনের সেরাঃ আন্দ্রে ফ্লেচার
ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম সেঞ্চুরি এসেছে আন্দ্রে ফ্লেচারের ব্যাট থেকে। বিপিএলের ইতিহাসে এটি ১৯তম সেঞ্চুরি। শনিবার (২১ ডিসেম্বর) খুলনা টাইগার্সের বিপক্ষে সিলেট থান্ডারের এই ওপেনার তিন অঙ্ক স্পর্শ করেন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা। টস হেরে ব্যাটিংয়ে নেমে সিলেটের ওপেনার আব্দুল মজিদ ৩ বলে ২ রান করে বিদায় নেন।

এরপর জনসন চার্লসকে নিয়ে ব্যাট হাত হাতে ঝড় তুলেন আন্দ্রে ফ্লেচার। দ্বিতীয় উইকেটে এ দুজনে যোগ করেন ১৫০ রান ৩৮ বলে ৯০ রানের ঝড়ো ইনিংস খেলে চার্লস ফিরে গেলেও সেঞ্চুরি তুলে নেন ফ্লেচার।
এই ক্যারিবীয় ব্যাটসম্যান ৫৭ বলে ১০৩ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ১১ চার ও পাঁচ ছক্কায় অপরাজিত থাকেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এর উপর ভর করেই ৫ উইকেটে ২৩২ রান করে সিলেট থান্ডার।
জবাবে ব্যাট করতে নেমে ১৫২ রানে অল আউট হয় খুলনা টাইগার্স। ফলে বঙ্গবন্ধু বিপিএলে প্রথম জয়ের দেখা পেয়েছে সিলেট থান্ডার।