টানা দ্বিতীয় ম্যাচে টসে হারলেন ইমরুল

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ (২১ ডিসেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং রংপুর রেঞ্জার্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬.৩০ টায়।
ইতোমধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রেঞ্জার্স অধিনায়ক টম অ্যাবল। এর আগে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষেও টস হেরেছিলেন চট্টগ্রাম অধিনায়ক ইমরুল কায়েস।
এবারের বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ছন্দে থাকলেও কূল কিনারা খুঁজে পাচ্ছে না রংপুর। ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে চট্টগ্রাম।

এরমধ্যে শেষ চার ম্যাচে একটানা জয় পায় তাঁরা। অপরদিকে চারটি ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে মোহাম্মদ নবির রংপুর। পয়েন্ট তালিকার একদম শেষে অবস্থানে আছে তাঁরা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াডঃ
মাহমুদউল্লাহ রিয়াদ , ইমরুল কায়েস (অধিনায়ক), নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলী, পিনাক ঘোষ, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, মেহেদী হাসান রানা, ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, আভিস্কা ফারনান্দো, চ্যাডউইক ওয়ালটন , রায়াদ এমরিট, রায়ান বার্ল, ইমাদ ওয়াসিম, লিয়াম প্ল্যাঙ্কেট, মুসা খান ও লেন্ডল সিমন্স।
রংপুর রেঞ্জার্স স্কোয়াডঃ
মোহাম্মদ নবি, মুস্তাফিজুর রহমান, নাইম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম অমি, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে রাব্বি, নাদিফ চৌধুরী, সঞ্জিত সাহা, রিশাদ হোসেন, শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া), শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), লুইস গ্রেগরি , টম অ্যাবল (অধিনায়ক), ক্যামেরন ডেলপোর্ট , মোহাম্মদ শেহজাদ ও জুনায়েদ খান।